‘দশবতার’-এর নতুন রূপ দেখাবে ‘তৌর্যত্রিক’

এই পারফরম্যান্স যে ইউনিক হতে চলেছে তার ইঙ্গিত দিলেন পরিচালক সুদীপ্ত কুণ্ডু। ভাবনা ও কোরিওগ্রাফির দায়িত্বও তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ১৫:২৯
Share:

মহড়ায় শিল্পীরা।

‘দশবতার’-এর কথা হয়তো আপনি জানেন। বইতে পড়েছেন। কখনও বা টিভিতে দেখেছেন। মঞ্চ প্রযোজনাও দেখে থাকতে পারেন। তবে এ বার একটু অন্য ভাবে ‘দশবতার’কে চাক্ষুস করতে চাইলে আগামী ৫ ডিসেম্বর সন্ধে সাড়ে ছ’টায় আপনার ঠিকানা হবে জ্ঞান মঞ্চ। কারণ সে দিনই ‘দশবতার- অ্যান আনটাইমড সাগা অফ ক্রিয়েশন, রিটোল্ড!’ মঞ্চস্থ হবে। সৌজন্যে ‘তৌর্যত্রিক’। আর এই পারফরম্যান্স যে ইউনিক হতে চলেছে তার ইঙ্গিত দিলেন পরিচালক সুদীপ্ত কুণ্ডু। ভাবনা ও কোরিওগ্রাফির দায়িত্বও তাঁর।

Advertisement

আরও পড়ুন, ‘এ বার জন্মদিনে সেরা গিফট পেলাম’

সুদীপ্তর কথায়, ‘‘ট্র্যাডিশনাল কনসেপ্টকে মডার্ন আঙ্গিকে দেখানোর চেষ্টা করব আমরা। দশবতারের শেষ অবতার কল্কিকে দিয়ে শুরু হবে। আমরা চাই না কল্কি আসুক। বরং মানুষই পৃথিবীকে সুন্দর করে রাখতে পারবে। এই ভাবনাই ডান্স-থিয়েটার ফর্মে দেখানো হবে। এই ধরনের কাজ খুব কম হয়। ফলে দর্শকদের আগ্রহ থাকবে। আশা করছি সকলের ভাল লাগবে।’’

Advertisement

আরও পড়ুন, জয়া এ বার ‘জীবনানন্দ’-এর স্ত্রী

এক ঘণ্টার এই পারফরম্যান্সের ভাষা ইংরেজি। তীর্থঙ্কর চন্দের চিত্রনাট্য। মিউজিকের দায়িত্বে রয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায়। কত্থক, ভারতনট্টম, ছৌ— সব বিভিন্ন ডান্স ফর্ম দেখা যাবে এই প্রযোজনায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement