Durgapuja 2025

বোনকে হারিয়েছেন, পুজোয় শহর থেকে দূরে দেবশ্রী, আর এক দিকে অন্য বোন, রানির মা কী করছেন?

২০২২ সাল থেকে একের পর এক কাছের মানুষকে হারিয়েছেন অভিনেত্রী। এক দিকে কলকাতায় যখন এক বোনের মনখারাপ, তখন মুম্বইয়ে কী করছেন দেবশ্রীর বোন কৃষ্ণা মুখোপাধ্যায়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৬
Share:

দুই বোনের অন্য পুজো। ছবি: সংগৃহীত।

কয়েক দিন আগে অভিনেত্রী দেবশ্রী রায় জানিয়েছিলেন, দুর্গাপুজো এলে এখন আর তাঁর ভাল লাগে না। ২০২২ সাল থেকে একের পর এক কাছের মানুষকে হারিয়েছেন অভিনেত্রী। এক দিকে কলকাতায় যখন এক বোনের মনখারাপ, তখন মুম্বইয়ে কী করছেন দেবশ্রীর বোন কৃষ্ণা মুখোপাধ্যায়?

Advertisement

মুম্বইয়ের বিখ্যাত দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম মুখোপাধ্যায়দের পুজো। রানি মুখোপাধ্যায়, কাজল, তানিশা মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়-সহ পরিবারের প্রত্যেকেই এই পুজোর সঙ্গে যুক্ত। প্রতিবছর এই পুজোর তত্ত্বাবধান করতে দেখা যায় রানি, কাজলের কাকা দেব মুখোপাধ্যায়কে। এই বছর তিনি নেই। তবে পুজোর দিনে মণ্ডপে দেখা গেল রানির মা কৃষ্ণাকে।

কাজলের পাশে বসেছিলেন এসে। লালপেড়ে নীল কাঞ্জিভরম শাড়িতে সেজেছিলেন তিনি। আর কাজল পরম যত্নে কাকিমার চুল ঠিক করে দিচ্ছিলেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তার পর হাসিমুখে ছবিও তুললেন তাঁরা। ভাসুরঝি আর কাকিমা মিলে গল্পও করছিলেন।

Advertisement

তবে এক দিকে বোন যখন পুজোর আনন্দে ব্যস্ত তখন দিদি দেবশ্রী আতঙ্কিত। এই না কিছু ঘটে যায় আবার। সদ্য নিজের আর এক বোনকে হারিয়েছেন অভিনেত্রী। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি। তাই শহর থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন দেবশ্রী। অভিনেত্রী বলেছিলেন, “এ বছর বাইরে চলে যাব। নিরালায় বসে প্রার্থনা করব দেবীর কাছে, আমায় যেন শোক সামলানোর শক্তি দেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement