Debesh Roy Choudhury

পাঁচ বন্ধুকে নিয়ে গড়বড় এ সময়...

কিন্তু এ রকম বন্ধুত্বের গল্প কতই দেখেছেন দর্শক। তার কিছু কিছু কাল্ট মুভি হয়ে গেছে। এখানে নতুন কী পাওয়া যাবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ১৯:০২
Share:

ছবির একটি দৃশ্য।

কলেজের পাঁচ বন্ধুর পুনর্মিলন হলে ঠিক কী কী হতে পারে? হতে পারে অনেক কিছুই। কিন্তু ‘দেবীগড়ে গড়বড়’ ফিল্মে বন্ধুত্বের ভিত পাকা হল কি? আর দেবীগড়ের কোল মাফিয়াদেরই বা কী হল? এসব উত্তরের সঙ্গে ফিল্মে মিলবে কিঞ্চিত রোম্যান্সও।

Advertisement

কিন্তু এ রকম বন্ধুত্বের গল্প কতই দেখেছেন দর্শক। তার কিছু কিছু কাল্ট মুভি হয়ে গেছে। এখানে নতুন কী পাওয়া যাবে?

পরিচালক চিত্রভানু বসু জানালেন, “নতুন কিছু বলার নেই। সব গল্পই আগে হয়ে গেছে। বলা যায়, এই সময়ে দাঁড়িয়ে বন্ধুর জন্য বন্ধুর আত্মত্যাগের গল্প। সঙ্গে আছে রহস্য রোমাঞ্চ ও রোড ট্রিপ ফিল্মের মজা।

Advertisement

ফিল্মে অভিনয় করেছেন কৌশিক রায়, পৌলমী, পায়েল, অরিন্দল বাগচী, দেবেশ রায়চৌধুরী, শ্যামল দত্ত প্রমুখ। জি বাংলা সিনেমা অরিজিনালস -এ ফিল্মটি দেখা যাবে আগামি রবিবার ২২ মার্চ, ঠিক দুপুর ১টায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement