Debina Bonnerjee slammed

রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা’ নিয়ে মশকরা, হাসাহাসির অভিযোগ জাতীয় মঞ্চে! নিন্দার শিকার দেবিনা বন্দ্যোপাধ্যায়

‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যের ‘গুরু গুরু ঘন মেঘ গরজে’ গানটি গাইতে থাকেন অভিনেত্রী। হাতে কুরূপার মতোই হাতে তির-ধনুকের ভঙ্গি নিয়ে তিনি গানটি গাইতে গাইতে নাচতে থাকেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৭:৪৮
Share:

রবীন্দ্রসঙ্গীত নিয়ে মশকরা করার অভিযোগ দেবিনার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্য নিয়ে প্রকাশ্যে মশকরা করার অভিযোগ উঠল দেবিনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ছোটপর্দার অনুষ্ঠান ‘পতি পত্নী অওর উয়ো’-তে নিয়মিত দেখা যায় অভিনেত্রী ও তাঁর স্বামী গুরমিত সিংহকে।

Advertisement

সেই অনুষ্ঠানে দম্পতিদের মধ্যে নানা বিষয় নিয়ে খুনসুটি ও হাসাহাসি হয়। এমনই একটি পর্বে গুরমিতকে ঘিরে নাচতে শুরু করেন দেবিনা। শুধু নাচ নয়। ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যের ‘গুরু গুরু ঘন মেঘ গরজে’ গানটি গাইতে থাকেন অভিনেত্রী। হাতে কুরূপার মতোই হাতে তির-ধনুকের ভঙ্গি নিয়ে তিনি গানটি গাইতে গাইতে নাচতে থাকেন। এ দিকে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে হাসতে থাকেন গুরমিত। যদিও দেবিনাকেও এই গানের সঙ্গে হাসতে দেখা যায়। তবে এই গানের কথা স্পষ্ট করে দেয়, এখানে হাসির কোনও প্রসঙ্গই নেই।

সব শেষে দেখা যায়, গুরমিত জোড়হাত করে দেবিনাকে এই নাচ থামাতে বলেন গুরমিত। দম্পতিকে দেখে হাসাহাসি শুরু করে দেন অন্য দম্পতিরা। একটি ভিডিয়োয় হেসে গড়িয়ে পড়তে দেখা যায় নেহা কক্কড়, রুবিনা দিল্যাক, অভিনব শুক্ল, ঈশা মালবীয় ও স্বরা ভাস্করের স্বামী ফহাদ আহমেদকেও। এই ভিডিয়ো দেখে চটেছেন নেটাগরিক। দেবিনা নিজে বাঙালি হয়ে কী ভাবে জাতীয় মঞ্চে বাঙালির সংস্কৃতি ও রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে নিয়ে মশকরা করছেন, সেই প্রশ্ন উঠছে।

Advertisement

এক নেটাগরিক লিখেছেন, “অবাঙালিরা বুঝতে পারছেন না বলে হাসছেন। কিন্তু দেবিনা নিজে বাঙালি হয়ে এটা কী করছেন? নিজের সংস্কৃতিকে রক্ষা করতে পারছেন না তিনি!” আর এক জন লিখেছেন, “এই গানে প্রথম অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার সাক্ষাৎ হয়। এই গানে এমন হাসাহাসির কোনও জায়গায় নেই। লজ্জা লাগা উচিত দেবিনার। রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে এমন মশকরা মেনে নেওয়া যায় না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement