রণবীর তাঁর ‘বয়ফ্রেন্ড’, মেনে নিলেন দীপিকা!

রণবীর সিংহ দীপিকা পাড়ুকোনের কে? সহজ উত্তর ‘বয়ফ্রেন্ড’। হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন। একথা এ বার নিজে মুখ কবুল করেছেন খোদ দীপিকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ১৪:০৪
Share:

রণবীর সিংহ দীপিকা পাড়ুকোনের কে? সহজ উত্তর ‘বয়ফ্রেন্ড’। হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন। একথা এ বার নিজে মুখ কবুল করেছেন খোদ দীপিকা।

Advertisement

এত দিনের জল্পনাকে অবশেষে সত্যি প্রমাণ করলেন নায়িকা। রণবীর সিংহের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন। সম্প্রতি সকলের সামনে রণবীরকে ‘বয়ফ্রেন্ড’ বলে ডেকে চমকে দিয়েছেন তিনি।

বিষয়টা ঠিক কী?

Advertisement

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে রণবীরের কাছে জানতে চাওয়া হয় দীপিকার সঙ্গে অভিনয় করতে তিনি কতটা স্বচ্ছন্দ? রণবীর উত্তর দেওয়ার আগেই তা নিয়ে প্রবল আপত্তি তোলেন দীপিকা। বলেন, ‘‘আমার বয়ফ্রেন্ডকে এমন প্রশ্ন করা একদম ঠিক নয়।’’

ঠিক এ মন্তব্যের পরই বি-টাউনে এই জুটিকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, রণবীর প্রকাশ্যে অনেক কিছু বললেও এত দিন এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দীপিকা। অবশেষে মিলল তাঁরও স্বীকৃতি।

আগেই দীপিকা জানিয়েছিলেন, ‘‘অনেকেই রণবীরের বুদ্ধিমত্তার পরিচয় পাননি। তাঁদের কাছে হয়তো রণবীর নেহাতই এক জন জোকার। যে শুধু লাফালাফি করতেই জানে। কিন্তু আমার কাছে সে ভীষণই সংবেদনশীল এবং আবেগপূর্ণ ব্যক্তিত্ব।’’ এ বার ‘বয়ফ্রেন্ড’ বলে রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কে সিলমোহর দিলেন নায়িকা।

আরও পড়ুন

জন্মদিনে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিলেন রণবীর!

দীপিকা-রণবীরের গোপন প্রেম!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement