Entertainment News

দীপিকা-রণবীরের সম্পর্কে ভাঙন! নেপথ্যে কে?

কপূরও টেকেননি। এ বার সিংহও ফসকে গেলেন? বুঝতে পারলেন না তো? কথা হচ্ছে রণবীরদের নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ১২:৫৭
Share:

কপূরও টেকেননি। এ বার সিংহও ফসকে গেলেন?
বুঝতে পারলেন না তো? কথা হচ্ছে রণবীরদের নিয়ে। একসময়ে রণবীর কপূরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন দীপিকা পাড়ুকোন। সে সম্পর্ক ভেঙেছে। তারপর জীবনে এসেছেন রণবীর সিংহ। এখন তো শোনা যাচ্ছে, এই দ্বিতীয় রণবীরের সঙ্গেও নায়িকার সম্পর্ক ভেঙেছে! তার নেপথ্যে নাকি আছেন আরও এক নায়ক!
বিষয়টা কি জটিল? আপাতত বি-টাউনের অন্দরে শোনা যাচ্ছে শাহিদ কপূরের নাম। দীপিকা-রণবীরের সম্পর্কে ভাঙন ধরেছে নাকি তাঁরই জন্য!
ইদানিং নাকি শাহিদ কপূরের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে দীপিকার। পরিচালক সঞ্জয় লীলা বনশালীর পরের ছবি ‘পদ্মাবতী’তে শাহিদকে নেওয়ার জন্যও নাকি জোর করেছেন দীপিকা! শোনা যাচ্ছে ছবিতে রণবীরের থেকে বেশি সময় স্ক্রিনে থাকবেন শাহিদ। এমনকী ছবির ফার্স্ট লুকেও নাকি দেখা যাবে দীপিকা-শাহিদকেই। এ সব শুনেই দীপিকার ওপর বেশ চটেছেন রণবীর। এমনকী তাঁদের সম্পর্কও ভাঙনের মুখে বলেই খবর বলি টাউনের অন্দরে।

Advertisement

আরও পড়ুন, ‘চাচি ৪২০’-এর এই ছোট্ট মেয়েটি এখন কী করছেন?

সত্যিই কি শাহিদ নেপথ্য নায়ক? ছবি: সংগৃহীত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement