শাহরুখ-সলমনের বিরুদ্ধে মামলা দায়ের দিল্লি আদালতে

ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার অভিযোগে শাহরুখ এবং সলমন খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছিল দিল্লি কোর্টে। সোমবার দিল্লি আদালতে ছিল সেই মামলার শুনানি ছিল। তবে ওই দিন তা মুলতুবি হয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ১২:৪৬
Share:

শুটিংয়ের সেই ছবি।

ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার অভিযোগে শাহরুখ এবং সলমন খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছিল দিল্লি কোর্টে। সোমবার দিল্লি আদালতে ছিল সেই মামলার শুনানি ছিল। তবে ওই দিন তা মুলতুবি হয়ে গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, সলমন খানের সঞ্চালনায় একটি জনপ্রিয় রিয়্যালিটি শো-তে এসেছিলেন কিঙ্গ খান। সেই দিন শুটিং হচ্ছিল ম্যাকেশিফ্ট মন্দিরে। শুটিং চলাকালীন ওই দুই বলিউডি সুপারস্টারকে মন্দির চত্বরে জুতো পরে শুটিং করতে দেখা যায়। এর পরেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গৌরব গুলাটি নামে এক আইনজীবি। শাহরুখ এবং সলমনের বিরুদ্ধে ২৯৫এ, ২৯৮ এবং ৩৪ নম্বর ধারায় মামলা রুজু হয়।

তবে শাহরুখ এবং সলমনের পক্ষে জানানো হয়েছে, একটি মন্দিরে শুট করা হচ্ছিল ঠিকই। কিন্তু ধর্মীয় বিশ্বাসে আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁদের ছিল না।

Advertisement

আরও পড়ুন: ‘রইস’-এর রিলিজের ডেট পিছনো নিয়ে মুখ খুললেন শাহরুখ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement