Entertainment News

‘ওঁ নম শিবায়’-এর শিব-সতীকে চেনেন?

এই ধারাবাহিকে শিবের ভূমিকায় অভিনয় করবেন গৌরব মণ্ডল। সতী এবং পার্বতীর ভূমিকায় দেখা যাবে নেহা অমনদীপ এবং শ্রীপর্ণা রায়কে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ১৭:৪৫
Share:

অনস্ক্রিন শিব এবং সতী।

পৌরাণিক ধারাবাহিক বরাবরই দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে। সেই তালিকায় এ বার যোগ হতে চলেছে আরও একটি নাম। আর দিন কয়েকের মধ্যে স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘ওঁ নম শিবায়।’

Advertisement

পুরাণ মেনে শিব এবং সতীর কাহিনি দেখানো হবে বলে চ্যানেল সূত্রে খবর। অসাধারণ আর্ট সেট এবং আধুনিক ভিএফএক্সের ব্যবহারে পুরাণ কাহিনিকে অন্য স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন নির্মাতারা।

এই ধারাবাহিকে শিবের ভূমিকায় অভিনয় করবেন গৌরব মণ্ডল। সতী এবং পার্বতীর ভূমিকায় দেখা যাবে নেহা অমনদীপ এবং শ্রীপর্ণা রায়কে। জিত্ গঙ্গোপাধ্যায়ের কম্পোজিশনে এর টাইটেল ট্র্যাকটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।

Advertisement

আরও পড়ুন, বিয়ের পর ঠিক কী নিয়ে ব্যস্ত শুভশ্রী? দেখুন ভিডিও

‘ওঁ নম শিবায়’-এর গল্প তৈরিতে সাহায্য করেছেন পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। ক্রিয়েটিভ ভিসুয়ালাইজেশনের দায়িত্বে রয়েছেন শিল্পী রূপচাঁদ কুণ্ডু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement