শুভশ্রী। ছবি: ফেসবুকের সৌজন্যে।
রাজ-শুভশ্রীর বিয়ে, রিসেপশনের পালা মিটেছে। এ বার কাজে ফেরার পালা। কিন্তু এই নবদম্পতিকে নিয়ে টলি মহলের আলোচনা কিছুতেই থামছে না।
কিছু দিন আগে একটি টুইট ঘিরে শুভশ্রীর মা হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দম্পতি। বরং নায়িকা এখন ঠিক কী নিয়ে ব্যস্ত তার প্রমাণ দিলেন সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি টুইটারে দু’টো ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। যেখানে দেখা যাচ্ছে, তিনি ওয়ার্কআউট করছেন। ক্যাপশনে লিখেছেন, ‘লেটস্ গেট ইন শেপ।’
আরও পড়ুন ‘হনিমুন’এর জন্য অ্যাওয়ার্ড জিতলেন শুভশ্রী!
আরও পড়ুন ‘হনিমুন’এর জন্য অ্যাওয়ার্ড জিতলেন শুভশ্রী!’ !!!
Let’s get in shape!!! pic.twitter.com/zPB0wCuQMP
— subhashree ganguly (@subhashreesotwe) June 6, 2018
আরও পড়ুন ‘হনিমুন’এর জন্য অ্যাওয়ার্ড জিতলেন শুভশ্রী!
ভিডিও দেখার পর ওয়েব অডিয়েন্সের একটা বড় অংশ মনে করছেন দ্রুত শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন অভিনেত্রী। বিয়ের সেলিব্রেশনে হয়তো বেশ কিছুটা ওজন বেড়েছে তাঁর। তা ঝরিয়ে ফেলে পুরনো চেহারায় ফিরতে চাইছেন তিনি। সে কারণেই ফের কঠিন নিয়মে বেঁধে ফেলেছেন নিজের দৈনন্দিন। 💪🏻🏋️♂️🤜🏻
No pain No gain... Shut up n train 💪🏻🏋️♂️🤜🏻 pic.twitter.com/UQipLM4Tc1
— subhashree ganguly (@subhashreesotwe) June 6, 2018