Dhanush sold flowers to afford idlis

ফুল বিক্রি করে ইডলির দাম জোগাড় করতেন! ধনুষের ছোটবেলার ‘গল্প’ অনুরাগীরা মানতে নারাজ কেন?

মুক্তির অপেক্ষায় ‘ইডলি কড়াই’। এই ছবির পরিচালক ধনুষ, অভিনয়ও করেছেন তিনি। সম্প্রতি ছবির প্রচার অনুষ্ঠানে শোনালেন ছোটবেলার গল্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১১
Share:

ধনুষের ছোটবেলার ‘গল্প’ অনুরাগীরা মানতে নারাজ কেন? ছবি: সংগৃহীত

অনেক তারকারই ছোটবেলা কেটেছে কষ্টে, সাফল্যের পথ মোটেই মসৃণ ছিল না। সম্প্রতি, নিজের ছবির অডিয়ো প্রকাশ অনুষ্ঠানে এসে তেমনই এক গল্প শোনালেন দক্ষিণী তারকা ধনুষ। ছেলেবেলায় ফুল বিক্রি করে ইডলি কিনতে হত তাঁকে, জানালেন অভিনেতা। যদিও নেটদুনিয়ার অনেকেই এই কথা এত সহজে মানতে নারাজ।

Advertisement

মুক্তির অপেক্ষায় ধনুষ অভিনীত ও পরিচালিত ছবি ‘ইডলি কড়াই’। তারই প্রচার অনুষ্ঠানে এসে অভিনেতা জানালেন, ছোটবেলায় তিনি রোজ ইডলি খেতে চাইতেন। কিন্তু, প্রতি দিন ইডলি কেনার ক্ষমতা তাঁর পরিবারের ছিল না। ধনুষ বলেন, “ছোটবেলায় রোজ ইডলি খেতে ইচ্ছা করত। কিন্তু কেনার পয়সা ছিল না। সেই টাকা জোগাড় করতে ভোর ৪টেয় ঘুম থেকে উঠতাম। তার পরে ২ ঘণ্টা ধরে আমি, বোন আর অন্য ভাইবোনেরা মিলে পাড়ার সকলের বাড়ি থেকে ফুল জোগাড় করে বিক্রি করতাম। যে যত পরিমাণ ফুল জোগাড় করতে পারত, সেই অনুযায়ী লাভের ভাগ পেত।”

সেই সময় ইডলি খেয়ে যে আনন্দ পেতেন, তা এখন আর পান না, জানান ধনুষ। “ওই টাকায় চার থেকে পাঁচটা ইডলি পেতাম। নিজের পরিশ্রমের টাকায় কেনা খাবারের ওই স্বাদের কোনও তুলনা হয় না। এখন রেস্তরাঁর খাবারে সেই তৃপ্তি পাই না।” সেই স্মৃতিতেই নিজের ছবির নাম রেখেছেন ‘ইডলি কড়াই’, জানান অভিনেতা।

Advertisement

যদিও পরিচালক কস্তুরী রাজার ছেলে ধনুষের ছোটবেলা কেটেছে অর্থাভাবে, এই কথা মানতে নারাজ নেটাগরিকেরা। সমাজমাধ্যমে অভিনেতার এই ভিডিয়ো পোস্ট হতেই একজন লেখেন, “ধনুষ ছোটবেলায় গরিব ছিলেন, মানে কস্তুরী রাজা পরিবার বা ছেলেকে টাকা দিতেন না, তাই তো?” আবার একজন লেখেন, “ধনুষ একজন পরিচালকের ছেলে। ওঁদের টাকা ছিল না? পুরো মিথ্যা কথা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement