ধনুষকে কিভাবে সামলালেন তাঁর দুই ছেলে? ছবি: সংগৃহীত।
সমান্থা রুথ প্রভু থেকে নিধি আগরওয়াল— গত কয়েক মাসে বার বার উঠে এসেছে তাঁদের নাম। ছবির প্রচারে গিয়ে হেনস্থা হতে হয়েছে তাঁদের। অত্যুৎসাহী লোকজন ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ে তাঁদের উপর। সম্প্রতি, তিরুপতির মন্দিরে পুজো দিতে গিয়ে এমনই এক পরিস্থিতির সম্মুখীন হন দক্ষিণী অভিনেতা ধনুষ। তবে সবটা সামাল দিলেন তাঁর দুই ছেলে।
গায়ে জড়ানো লাল রঙের ওড়না। কপালে সাদা চন্দনের তিলক। দুই ছেলেকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন অভিনেতা। চারিদিকে দেহরক্ষী এবং তাঁর সহকারীরাও ছিলেন। কিন্তু তার পরেও অভিনেতাকে দেখতে উপচে পড়েছিল ভিড়। অভিনেতাকে এক বার ছোঁয়ার চেষ্টা করছিলেন সবাই। ভিড় ঠেলে বেরিয়ে আসতে রীতিমতো সমস্যাতেই পড়তে হয়েছিল অভিনেতাকে।
তার পরে দেখা যায়, হাতজোড় করে বেরিয়ে আসছেন ধনুষ। তখনও খুবই ঠেলাঠেলি হচ্ছিল। সেই ভিড় সামলাতে মাঠে নামেন তাঁর দুই ছেলে। বাবা ধনুষের যাতে কোনও সমস্যা না হয়, তাই দু’হাতে আগলাচ্ছিলেন তাঁর দুই ছেলে। রীতিমতো দু’পাশে আগলে রেখে মন্দির থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন ধনুষ।
এর আগে নিধির সঙ্গে যে ঘটনা ঘটেছিল, তা আরও বড় আকার নিয়েছিল। অনুষ্ঠানস্থল থেকে গাড়ি পর্যন্ত নায়িকাকে রক্ষা করে নিয়ে যাওয়ার দায়িত্বে যে স্বেচ্ছাসেবকেরা ছিলেন, তাঁরাও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। যার ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। হায়দরাবাদে ঘটেছিল সেই ঘটনা।