আধুনিক জীবনের নানা ঝক্কি অথবা বয়সজনিত কারণ। যার ফলে সন্তানধারণে সমস্যায় পড়ছেন অনেক দম্পতিই। আইভিএফ-এ সাহায্য নেওয়ার কথা ভাবছেন তাঁদের অনেকেই। আইভিএফ শুরু হওয়ার আগে বা প্রক্রিয়া চলাকালীন কাউন্সেলিং করাটা জরুরি, জানাচ্ছেন স্ত্রীরোগ এবং ফার্টিলিটি বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম রথ।