Celebrity

স্বস্তি দিলীপ-সায়রা বানুর, ২৫০ কোটির বাংলোর প্লট তাঁদেরই লিজে জানাল ট্রাস্ট

বিল্ডিং নির্মাতা সমীর এন ভোজয়ানির নামে ২৫০ কোটি টাকার মানহানির মামলা করার পর সমস্যাটি অন্য মাত্রা পায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ১৭:০৯
Share:

দিলীপ কুমার ও সায়রা বানু। নিজস্ব চিত্র।

বাংলোর প্লট নিয়ে মুম্বইয়ের এক বিল্ডিং নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল প্রবীণ বলিউড অভিনেতা দিলীপ কুমারের। সেই তাঁর বাংলোর প্লটের মালিকানা নিয়ে দ্বন্দ্বে কিছুটা হলেও স্বস্তি মিলল ট্রাস্টির শংসাপত্রে। শেঠ মুলরাজ খাটাউ ট্রাস্ট রবিবার জানিয়ে দিল, দিলীপ কুমার ওই প্লটের ভাড়াটিয়া নন। ৯৯৯ বছরের দীর্ঘস্থায়ী লিজ রয়েছে তাঁর।

Advertisement

আইনজীবী আলতমাস শেখের মাধ্যমে একটি পাবলিক নোটিশ প্রকাশ করে শেঠ মুলরাজ খাটাউ ট্রাস্ট। সেখানে বলা হয়েছে, ‘‘দিলীপ কুমারের নেওয়া লিজ এখনও বৈধ। ওই প্লটের উপর তাঁর ৯৯৯ বছরের লিজ রয়েছে।’’

মুম্বইয়ের এই হাই প্রোফাইল বিতর্ক অন্য মাত্রা অন্য মাত্রা পায়, যখন দিলীপ কুমার ও তাঁর স্ত্রী সায়রা বানু বিল্ডিং নির্মাতা সমীর এন ভোজয়ানির নামে ২৫০ কোটি টাকার মানহানির মামলা করেন। তারপরই সমস্যাটি অন্য মাত্রা পায়।

Advertisement

আরও পড়ুন: কার জন্য সীমাহীন ভালবাসা প্রকাশ করলেন প্রসেনজিত্?

এই সমস্যা সমাধানের জন্য দিলীপ কুমার ও সায়রা বানু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকেও অনুরোধ করেছিলেন। কিন্তু তাতেও কোনও কাজ না হওয়ায় মানহানির মামলা করেন তিনি।

দিলীপ কুমারের ১হাজার ৬০০ বর্গ মিটারের ‘পালি হিল’ বাংলোর আনুমানিক দাম প্রায় ২৫০ কোটি টাকা।

আরও পড়ুন: হিংসে করুন, বিকিনি পরা ছবি দিয়ে লিখলেন সারা!

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন