Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৯ ডিসেম্বর ২০২১ ই-পেপার

হিংসে করুন, বিকিনি পরা ছবি দিয়ে লিখলেন সারা!

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৬ জানুয়ারি ২০১৯ ১৩:৫৯
সারা খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

সারা খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

সারা খান। ছোটপর্দার পরিচিত নাম। সৌজন্যে ‘স্বপ্না বাবুল কা... বিদায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক। অভিনয়ের পাশাপাশি সাহসী পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েওযথেষ্ট পরিচিতি পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সারার অনুরাগীর সংখ্যা কম নয়। এর আগেও তাঁর সাহসী পোশাকের ছবি ভাইরাল হয়েছিল। ফের সে ধরনের ছবি শেয়ার করলেন তিনি।

বিকিনি পরে নিজের ছবি শেয়ার করেছেন সারা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আরও হিংসে করুন। সেটা আমার উন্নতিতে সাহায্য করবে।’

এর আগেও সারার এ ধরনের লুক ভাইরাল হয়েছিল। ফলে ক্যাপশনটি বিশেষ কারও উদ্দেশে তিনি লিখেছেন কিনা, তা নিয়ে নয়া জল্পনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।

Advertisement

আরও পড়ুন, বিকিনি পরা ছবি দেখে মিমিকে সানি লিওনের সঙ্গে তুলনা!

২০০৭-এ মিস ভোপালের শিরোপা জিতেছিলেন সারা। ২০১০-এ ‘বিগ বস ৪’-এ অংশ নিয়েছিলেন। ‘শ্বশুরাল সিমার কা’, ‘জানা না দিল সে দূর’-এর মতো সিরিয়ালে সারাকে দেখেছেন দর্শক। এতদিন দর্শকদের কাছে সারার পাশের বাড়ির মেয়ের মতো লুক ছিল। কিন্তু বিকিনির ছবি প্রকাশ্যে আসার পর সেই ধারণা বদলে গিয়েছে। ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মতে, এই ছবি দেখার পর এ বার হয়তো অন্য ধরনের চরিত্রে সারাকে কাস্ট করবেন পরিচালক-প্রযোজকরা।

Stay jealous it will help me grow 🤪 Keep u where u r 🤫 #sarakhan #goavibe #somemytime #poolready #brownskin

A post shared by sara Khan (@ssarakhan) on

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

আরও পড়ুন

Advertisement