অভিনেত্রী আলিয়া ভট্ট আর অভিনেতা রণবীর কপূরের জীবনের নতুন পর্ব শুরু হল গত মাসে। মেয়ে রাহাকে সঙ্গে নিয়ে তারকা দম্পতি মুম্বইয়ের পালি হিলের নতুন বাড়িতে আনুষ্ঠানিক ভাবে প্রবেশ করেছেন। সম্প্রতি সমাজমাধ্যমে নায়িকা ভাগ করে নিয়েছেন গৃহপ্রবেশের কয়েকটি ঝলক।
ছবিতে ধরা পড়েছে আলিয়ার পরনে হালকা গোলাপি রঙের টিস্যু শাড়ি, খোঁপায় ফুলের বাঁধন, ছিমছাপ মেকআপ, কানে ও হাতে সোনার গয়না। রণবীরের পরনে সুতোর নকশা করা সাদা পাঞ্জাবি-পাজামা। মঙ্গলঘটে পা দিয়ে গৃহপ্রবেশ করছেন নায়িকা— সমাজমাধ্যমে এই ছবিটি দিয়েই গৃহপ্রবেশর কথা ঘোষণা করেন তিনি। মেয়ে রাহা আর শাশুড়ি নীতু সিংহ-সহ পরিবারের কাছের লোকজনকে নিয়েই সেরেছেন গৃহপ্রবেশের পুজো। ছবিগুলিতে ধরা পড়েছে নতুন বাড়ির বেশ কিছু কোণের ঝলক।
রণবীর-আলিয়ার নতুন বাড়িতে পুজোর কিছু মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম।
রইল আলিয়ার নতুন বাড়ির ৫ অজানা খবর।
১) বাড়িটি কিন্তু একেবারে নতুন নয়। কপূর পরিবারের পুরনো বাড়ি অর্থাৎ রাজ কপূর আর কৃষ্ণা রাজ কপূরের বাড়িকেই নতুন করে তৈরি করা হয়েছে। পারিবারিক সূত্রেই বাড়িটি পেয়েছেন রণবীর-আলিয়া। বর্তমানে ৬ তলার নতুন করে সাজানো বাড়িটির রেজিস্ট্রেশন করানো হয়েছে রাহার নামে।
২) রণবীর-আলিয়ার নতুন করে সাজানো বাড়িটির নির্ধারিত মূল্য প্রায় ৩৫০ কোটি থেকে ৪০০ কোটি টাকা।
৩) বাড়িটির অবস্থান মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের পালি হিল এলাকায়। এখানে অন্যান্য বলিউড অভিনেতা-অভিনেত্রী, ক্রিকেটার, শিল্পতিদের বাড়িও রয়েছে। এই এলাকাতেই রয়েছে শিল্পপতি অনিল অম্বানীর বাড়ি। এখানে কোনও ফ্ল্যাট কিনতে হলে বর্তমানে প্রতি বর্গমিটারের জন্য ১ লক্ষ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা খরচ করতে হবে।
৪) ছ’তলা বাড়ির একটি তল সম্পূর্ণ নীতু কপূরের ভাগের। সেই তলাতেই একটি ঘর রাখা হয়েছে নীতু্র কন্যা ঋদ্ধিমা এবং জামাই ভরতের জন্য। সেই তলাতেই আরেকটি ঘর রাখা হয়েছে ঋদ্ধিমা-কন্যা সামারার জন্য।
৫) প্রায় সাত বছর ধরে রণবীর-আলিয়ার বাড়ির নির্মাণকাজ চলেছে। শেষ কয়েক বছরে আলিয়া, রণবীর দু’জনকেই দেখা গিয়েছে বাড়ির কাজের তদারকি করতে। বাড়ির অন্দরসজ্জায় রয়েছে আধুনিকতার পাশাপাশি সাবেক ‘টাচ্’। খুব জমকালো নয়, অন্দরসজ্জায় রয়েছে স্নিগ্ধতার ছোঁয়া।