Diljit Dosanjh

দিলজিতের গানে মদের প্রচার, বিপথে যাবে শিশুরা! তেলঙ্গনা সরকারকে পাল্টা জবাব গায়কের

১৫ নভেম্বর হায়দরাবাদের অনুষ্ঠানের আগে দিলজিৎকে আইনি নোটিস ধরায় তেলঙ্গনা সরকার। এ বার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তর দিলেন মঞ্চেই। তিনি সরাসরি তোপ দাগেন বিদেশি গায়কদের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৪:২৪
Share:

দিলজিতের কড়া জবাব। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে গোটা দেশ জুড়ে ‘দিল-লুমিনাতি’ ট্যুরে বেরিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। ভারতের ১০টি শহরে অনুষ্ঠান করবেন গায়ক। দিল্লি থেকে শুরু হয়েছিল তাঁর এই ‘দিল-লুমিনাতি’ টুর। ১৫ নভেম্বর ছিল হায়দরাবাদে শো। কিন্তু শোয়ের দিনই তেলঙ্গনা সরকার আইনি নোটিস ধরায় গায়ককে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি গানের মাধ্যমে মাদক সেবনের প্রচার করছেন। শুধু তা-ই নয় তাঁর গানে রয়েছে মদের প্রসঙ্গ। সেই কারণে তাঁর দিল্লির শোয়ের পর তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন এক অধ্যাপক।

Advertisement

এ বার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তর মঞ্চেই দিলেন গায়ক। তিনি সরাসরি তোপ দাগেন বিদেশি গায়কদের। গত অক্টোবর মাসে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিতের শোয়ের পরে যে ছবি ক্যামেরাবন্দি হয় তা রীতিমতো উদ্বেগের। মাঠ জুড়ে মাংসের হাড়, মদের বোতলের ছড়াছড়ি। এমনকি ১৩ বছরের নীচে শিশুদের অনুষ্ঠান মঞ্চের কাছাকাছি নিয়ে না যাওয়ার অনুরোধ করেন অনেকে। এ বার তাঁদের সকলকে যেন একহাত নিলেন গায়ক। তিনি বলেন, “যখন বিদেশ থেকে তারকারা এসে এখানে যা ইচ্ছে তাই করে যান, তখন কোনও অসুবিধা হয় না! দেশের শিল্পীর যত দোষ!”

এখানেই থেমে যাননি দিলজিৎ। তাঁর অনুষ্ঠানে বিভিন্ন সময় অনুরাগীরা আবেগতাড়িত হয়ে পড়েন। অনেকেই গায়ককে সামনে থেকে দেখে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন। সেই নিয়ে নেটপাড়ার একাংশে সমালোচনা হয়েছে। সেটাও নজর এড়ায়নি দিলজিতের। যে সব অনুরাগীরা তাঁর জন্য আবেগতাড়িত হয়ে পড়েন তাঁদের পক্ষ নিয়ে বলেন, “বেশ করেছেন কেঁদেছেন। যেটা মন চায় সেটাই করবেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement