Salman Khan

‘মাঝরাতে আমার ঘরে এসেছিল সলমন’, আরবাজ়কে ঘৃণা করেন ভাইজান? বিস্ফোরক দাবি পরিচালকের

‘দবং’ ছবিতে অভিনয় করেছিলেন আরবাজ়। কিন্তু ছবি থেকে ভাইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য সলমন বাদ দিতে বাধ্য করেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৬:২৯
Share:

সলমন ও আরবাজ়ের মধ্যে নাকি তুমুল রেষারেষি। ছবি: সংগৃহীত।

নিজের ভাই আরবাজ় খানকে মোটেই দেখতে পারেন না সলমন খান। ভাইকে নিয়ে তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভোগেন! ফের ভাইজানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন পরিচালক অভিনব কাশ্যপ।

Advertisement

গত কয়েক মাস ধরে সলমন ও তাঁর পরিবারকে বাক্যবাণে বিদ্ধ করে চলেছেন অভিনব। ফের এক বার সলমন ও আরবাজ় তাঁর নিশানায়। ‘দবং’ ছবিটির পরিচালনা করেছিলেন অভিনব। সেই ছবিতে অভিনয় করেছিলেন আরবাজ়। কিন্তু ছবি থেকে ভাইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য সলমন বাদ দিতে বাধ্য করেছিলেন পরিচালককে। ছবির সেটে নাকি এই নিয়ে তুমুল বচসা হয়েছিল দুই ভাইয়ের মধ্যে, দাবি অভিনবের।

সলমন নাকি আরবাজ়কে ঘৃণা করেন। এমন দাবিও করেছেন অভিনব। তাঁর কথায়, “এক দিন রাত দেড়টার সময় সলমন আমার ঘরে এসেছিল। এসে দেখল, ছবিতে আরবাজ়ের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে। সঙ্গে সঙ্গে সেটি বাদ দিতে বলল। ও নিরাপত্তাহীনতায় ভুগত। শুধু নিজেকে তুলে ধরতে চাইত ছবিতে।”

Advertisement

দুই ভাইয়ের সম্পর্ক নিয়ে অভিনব বলেন, “এই দুই ভাই আসলে পরস্পরকে ঘৃণা করে। কিন্তু আমি বুঝি না, ওরা একসঙ্গে কেন থাকে। ওদের পরিবার খুবই জটিল। ওদের পরিবারকে বোঝা খুব মুশকিল।”

দুই ভাইয়ের ঝগড়া এক বার চাক্ষুষ করেছিলেন অভিনব কাশ্যপ। সেই অভিজ্ঞতাও ভাগ করে নেন ‘দবং’-এর পরিচালক। তিনি বলেন, “আমার সামনে এক বার আরবাজ় ও সলমন খুব ঝগড়া করেছিল। সলমন বাসন ছুড়তে শুরু করেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি ওদের মধ্যে বচসা থামাতে গিয়েছিলাম। তখন সলমন আমাকে বলেছিল, ‘তুমি দূরে থাকো। এর মধ্যে তুমি এসো না।’”

এখানেই শেষ নয়। এই ছবির সম্পাদককে নাকি সলমন অপহরণ করেছিলেন। অভিনবের দাবি, ছবিটি শেষ পর্যন্ত কেমন হয়েছে, কী কী দৃশ্য রয়েছে সেগুলি দেখার জন্য সম্পাদককে তুলে নিয়ে নিজের খামারবাড়িতে গিয়েছিলেন ভাইজান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement