স্পর্শ শ্রীবাস্তব কি রাজা চন্দের পরিচালনায় কাজ করবেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আগামী একটা বছর গুছিয়ে কাজ করতে চান রাজা চন্দ। ইচ্ছা, বাংলা থেকে বলিউডে পা রাখবেন। যদিও ইতিমধ্যেই তিনি একাধিক হিন্দি বিজ্ঞাপনী ছবি বানিয়েছেন। কিন্তু সিরিজ় বা ছবি? সেই স্বপ্ন এখনও অধরা। খবর, আগামী বছরের মধ্যে যাতে সই স্বপ্ন পূরণ হয় তার জন্য আদাজল খেয়ে ময়দানে নেমেছেন তিনি। রাজা আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, তিনটি বাংলা ছবি তাঁর ঝুলিতে রয়েছে। তালিকায় ‘হালুম’, ‘পুলিশ’ আর ‘প্রতিপক্ষ’। প্রথম ছবিটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘বাঘু মান্না’ উপন্যাস অবলম্বনে রচিত। দ্বিতীয় ছবি পরিচালকের ‘সিগনেচার ছবি’। পুরোপুরি বিনোদনধর্মী এই ছবির কেন্দ্রে টোটা রায়চৌধুরী, পিয়ান সরকার।
এত কিছু সামলে সেই রাজা ফের ‘কাটাকুটি’ খেলতে তৈরি!
“প্রথম সিরিজ় ‘কাটাকুটি’ তৈরির সময় একটু দ্বিধা ছিল। কতটা ভাল লাগবে দর্শকদের? সিরিজ় মুক্তির পরে দেখি পরের সিজ়ন বানানোর অনুরোধ আসছে!”, দাবি রাজার। সেই জায়গা থেকেই আনতে চলেছেন ‘কাটাকুটি ২’। আগের সিজ়নে অভিনয় করেছিলেন, সৌরভ দাস, মানসী সেনগুপ্ত, দেবতনু, পিয়ান সরকার, অভিজিৎ গুহ প্রমুখ। পরিচালক জানিয়েছেন, কাটাকুটি খেলার মজা এ বারেও থাকবে। আর থাকবেন এক ঝাঁক নতুন মুখ। সিরিজ়ের চিত্রনাট্য লেখার প্রাথমিক কাজ শেষ। আপাতত ঘষামাজার কাজ চলছে। দ্রুত সেই পর্ব মিটলে এ বছরেই শুটিং শুরু হয়ে যাবে।
আর বলিউড? মায়ানগরীর হাতছানিতে সাড়া দিয়ে ইতিমধ্যেই সেখানে শাশ্বত চট্টোপাধ্যায়, টোটা রাচৌধুরী, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়েরা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাজার পরিকল্পনা কী?
পরিচালকের কথায়, বিজ্ঞাপনী ছবি বানানোর কারণে মুম্বইয়ে প্রায়ই যাতায়াত করতে হয়। চেনাজানাও আছেন অনেকে। প্রথম সারির পরিচালক, প্রযোজকদের গল্প, চিত্রনাট্য শুনিয়েছি। সেখান থেকে দুটো গল্প নির্বাচিত হয়েছে। দুটোই রহস্যধর্মী গল্প। দুটোই দেখা যাবে প্রথম সারির ওয়েব প্ল্যাটফর্মে। এ ছাড়া, বলিউড প্রযোজকের সঙ্গে বাংলা ছবি বানানোর পরিকল্পনাও রয়েছে তাঁর। হিন্দি সিরিজ়ে কাকে পরিচালনা করতে চান? রাজার কণ্ঠস্বরে ঈষৎ দ্বিধা। তাঁর কথায়, “‘লাপতা লেডিজ়’-এর নায়ক স্পর্শ শ্রীবাস্তবকে ভীষণ পছন্দ। ওঁকে পরিচালনার খুব ইচ্ছে।” এ ছাড়া, ‘পঞ্চায়েত’ সিরিজ়ের বেশ কিছু অভিনেতা তাঁর পছন্দের তালিকায়।