Buddhadeb Guha Birthday

‘লুকিয়ে লুকিয়ে ওঁর লেখা পড়তাম’, জন্মদিনে বুদ্ধদেব গুহর স্মৃতিতে ডুব পরিচালক রাজ চক্রবর্তীর

২০২৪ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘বাবলি’। লেখক বুদ্ধদেব গুহ’র কাহিনি নিয়ে এই ছবি তৈরি করেন পরিচালক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ০৯:৫৪
Share:

লেখকের স্মৃতিতে ডুব পরিচালক রাজের। ছবি: সংগৃহীত।

রোমাঞ্চ, জঙ্গল আর প্রেম— তাঁর লেখার প্রতি ছত্রে আষ্টেপৃষ্ঠে রয়েছে প্রকৃতির বিভিন্ন রূপ। ২৯ জুন লেখকের জন্মদিন। বিশেষ দিনে তাঁর স্মৃতিতে ডুব দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। বুদ্ধদেবের লেখাকে কেন্দ্র করে ২০২৪ সালে রাজ তৈরি করেছিলেন ‘বাবলি’ ছবিটি। ছোটবেলা থেকে লেখকের লেখা পড়ে বড় হয়ে ওঠা তাঁর। ছবি তৈরি করতে গিয়ে তাঁকে আরও কাছ থেকে দেখেছেন। কিন্তু রাজের জীবনে একটাই আক্ষেপ। বড় পর্দায় ‘বাবলি’ দেখানো হল না তাঁকে। আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয় রাজের সঙ্গে।

Advertisement

তিনি বললেন, “বুদ্ধদেববাবু আমার ছোটবেলার সঙ্গে জড়িয়ে। ওঁর লেখা পড়তে আমি বরাবরই ভালবাসি। কিন্তু ছোটবেলায় বুদ্ধদেব গুহ’র উপন্যাস পড়তে হত লুকিয়ে।” যে সময় রাজ বড় হয়েছেন, তখন ওঁর লেখা ছোটদের কাছে এক রকম নিষিদ্ধ ছিল। তাই রাজ চেষ্টা করতেন লুকিয়ে তাঁর উপন্যাস পড়ার। তিনি যোগ করলেন, “ভাবতাম কেউ দেখে ফেললে আমায় পাকা ভাববে। সে সময় তো এত খোলামেলা চিন্তাভাবনা ছিল না সবার। তাই ভয় পেতাম। পরবর্তী কালে ওঁর অনেক লেখা পড়েছি।”

লেখকের ভাললাগার সঙ্গে নিজের অনেক মিলও খুঁজে পেয়েছন। রাজ বললেন, “উনি আদ্যোপান্ত রোম্যান্টিক মানুষ ছিলেন। জঙ্গল, রোমাঞ্চ ভালবাসতেন। আমিও সেই একই রকম মানুষ। একটাই আক্ষেপ রয়ে গেল। বুদ্ধদেববাবুকে ছবিটা দেখাতে পারলাম না।” আগামী দিনেও লেখকের উপান্যাসের উপর ভিত্তি করে ছবি তৈরি করার ইচ্ছা রয়েছে রাজের। সদ্য শেষ করেছেন তাঁর হিন্দি ওয়েব সিরিজ়ের শুটিং। নতুন ছবির কাজ এখনও শুরু হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement