Shruti Das

প্রায় দু’বছর পরে ছোটপর্দায় শ্রুতি, ধারাবাহিকে নায়িকার ফিরে আসা নিয়ে আবেগপ্রবণ স্বামী স্বর্ণেন্দু

ছোটপর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। তার পর অন্যান্য মাধ্যমে কাজ করলেও ধারাবাহিকে দেখা যায়নি শ্রুতি দাসকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭
Share:

শ্রুতি দাসের প্রশংসায় পঞ্চমুখ স্বর্ণেন্দু। ছবি: সংগৃহীত।

২০২৩ সালের ডিসেম্বরে ছোটপর্দায় শেষ দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রুতি দাসকে। তার পর ওয়েব সিরিজ় এবং বড়পর্দার কাজেই তাঁকে দেখেছে দর্শক। মাঝে এক বার আক্ষেপের সুরে অভিনেত্রী জানিয়েছিলেন, বছরে খুব কম দিন শুটিং সেটে গিয়েছেন তিনি। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরছেন শ্রুতি। প্রায় দু’বছর পরে তাঁর ধারাবাহিকে ফেরা নিয়ে উচ্ছ্বসিত স্বামী তথা পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।

Advertisement

‘ডাইনি’র মাধ্যমে প্রথম বার ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছিল শ্রুতিকে। এর মাঝে বড়পর্দার কাজও করে ফেলেছেন অভিনেত্রী। ‘আমার বস’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছে দর্শকমহলে। তা ছাড়া ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং সেরেও ফেলেছেন। এ বার দুই বোনের কাহিনিতে দেখা যাবে তাঁকে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত যে ভাবে ধৈর্য ধরে রেখেছিলেন শ্রুতি, তা সামনে থেকে দেখেছেন স্বামী স্বর্ণেন্দু।

স্ত্রীর সেই লড়াইয়ের প্রশংসা করেছেন পরিচালক। স্বর্ণেন্দু নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, “কোনও কিছু নিয়ে ধৈর্য ধরে পড়ে থাকা কাকে বলে সেটা আলাদা করে তোমাকে আর বলার প্রয়োজন নেই! ফিরে আসা সবসময় সুখকর। আর লড়াইয়ের একটা আলাদা মজা আছে। আর তোমার লড়াইয়ের কথা সবচেয়ে ভাল তুমি জানো। নিশার লড়াইটা যেন আরও কঠিন !!”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement