Tahira Kashyap

শাহরুখের ‘কাল হো না হো’ গান শুনে কেঁপে উঠলেন! মৃত্যুভয় তাড়া করছে তাহিরা কাশ্যপকে?

তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। তবু মৃত্যুভয় কি তাঁকে তাড়া করে ফিরছে? এমনই তথ্য উঠে এসেছে তাঁর বক্তব্য থেকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৮:২৬
Share:

‘কাল হো না হো’ শুনে ভীত তাহিরা কাশ্যপ? ছবি: সংগৃহীত।

দ্বিতীয় বার স্তন ক্যানসার থাবা বসিয়েছে তাঁর শরীরে। এ বারেও তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। সে কথা জানাতে ভোলেননি তিনি। হাতে সূর্যমুখী ফুল নিয়ে বার্তা দিয়েছেন, “আমি সেরে উঠছি।” তার মধ্যেই তাহিরা কাশ্যপের আরও একটি বার্তা মনখারাপ করে দিয়েছে তাঁর অনুরাগীদের। সদ্য চিকিৎসার কারণে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাঁকে। সেখানে শাহরুখ খান অভিনীত ছবি ‘কাল হো না হো’র শীর্ষসঙ্গীত বাজছিল। আয়ুষ্মান খুরানার স্ত্রী সাময়িক ভাবে নাকি সেই গান শুনে ভয়ে কেঁপে উঠেছিলেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গানটি বন্ধ করে দেওয়ার অনুরোধও জানান।

Advertisement

অতি সম্প্রতি সংবাদমাধ্যমে সে কথা নিজেই জানিয়েছেন তিনি। তাহিরা পেশায় পরিচালক-লেখক। তিনি জানান, আট বছর পরে আবারও ক্যানসার ফিরে এসেছে। তাঁর ফের চিকিৎসা শুরু হয়েছে। যার জন্য হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে তাঁকে। সে দিন তাঁর স্ক্যান হচ্ছিল। আচমকা কানে আসে ‘কাল হো না হো’ গানটি। ছবির নায়কও ক্যানসার আক্রান্ত। ক্রমশ মৃত্যু নিকট হচ্ছে তার। এমন আবহে গানটি নেপথ্য সঙ্গীত হিসাবে ব্যবহৃত হয়েছে।

গানটি কানে আসামাত্র তাহিরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন, “দয়া করে এখনই গানটি বন্ধ করে দিন।” গানের কথা, সুর তাঁকে এতটাই ছুঁয়ে গিয়েছিল বলেই কি তিনি সাময়িক মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন? মৃত্যুভয় দেখা দিয়েছিল তাঁর মনে? এর উত্তর অবশ্য তাহিরা দেননি। তবে নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গে স্ত্রীকে সাহস জুগিয়েছেন স্বয়ং আয়ুষ্মান। সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘দ্বিতীয় বারও তোমার পাশে আছি।’’ উল্লেখ্য, ২০১৮-য় প্রথম ক্যানসারে আক্রান্ত হন তাহিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement