Disha Patani House Firing Incident

কথা রাখলেন যোগী আদিত্যনাথ, দিশার বাড়িতে গুলিকাণ্ডে জড়িত দুই ব্যক্তি পুলিশের গুলিতে ঝাঁঝরা

খবর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে দিশা পটানীর বাড়ির সামনে গুলিকাণ্ডে জড়িত দুই ব্যক্তির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৯
Share:

দিশা পটানী। ছবি: সংগৃহীত।

দিন দুই আগে দিশা পটানীকে নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভিনেত্রীর বাড়ির সামনে যারা অতর্কিতে গুলি চালিয়েছে, তাদের শাস্তি দেবে উত্তরপ্রদেশ প্রশাসন। দিন দুই পরে, বুধবার পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হত গুলিকাণ্ডে জড়িত দুই ব্যক্তি।

Advertisement

খবর, গাজিয়াবাদে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ-এর (স্পেশ্যাল টাস্ক ফোর্স) সঙ্গে গুলি বিনিময় হয় ওই দুই ব্যক্তির। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় রবিন্দ ওরফে কুলু এবং অরুণের। উভয়েই কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারার শাগরেদ।

আরও জানা গিয়েছে, দুই নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ দিন উত্তরপ্রদেশ প্রশাসন দুই অপরাধী এবং পুলিশের মুখোমুখি সংঘর্ষের কথা সংবাদমাধ্যমকে জানায়। এ-ও দাবি করে, ঘটনা নিয়ে তদন্ত চলছে।

Advertisement

বলিউডের উপর বহু বছর ধরে কালো ছায়া বিছিয়ে রেখেছে অপরাধজগৎ। বলিউডের বহু খ্যাতনামী নানা সময়ে গ্যাংস্টারদের থেকে হুমকিবার্তা পেয়েছেন। কৃষ্ণসার হরিণ হত্যার পর সলমন খান যেমন লরেন্স বিশনোইয়ের নিশানায়। যার জেরে নানা সময়ে অঘটনের শিকার কপিল শর্মা-সহ সলমন-ঘনিষ্ঠরা।

সেই তালিকায় দিশা পটানীও। গত সপ্তাহে তাঁর বরেলীর বাড়ির সামনে আচমকা হামলা চলে। খবর, কয়েক রাউন্ড গুলি চালায় সন্দেহভাজন দুই বাইক-আরোহী। কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন পটানী পরিবার। আতঙ্ক ছড়ায় বলিউডেও। ঘটনার দায় স্বীকার করে গোল্ডি ব্রার, রোহিত গোদারা। এর পরেই দিন দুই আগে গভীর রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় অভিনেত্রীর বাবার। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, অপরাধীরা পাতালে লুকোলেও তাদের মাটি খুঁড়ে বের করে এনে শাস্তি দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement