Ditipriya Roy Controversy

ফের এক হলেন জীতু-দিতিপ্রিয়া! অভিযোগের পাহাড় ডিঙিয়ে শেষে ভুল বোঝাবুঝি কি মিটল?

যে কোনও ধারাবাহিকের চিত্রনাট্যের মতোই টানটান। এ বার ফের জীতুকে নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন দিতিপ্রিয়া রায়!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৮:২৯
Share:

ফের এক হলেন জীতু-দিতিপ্রিয়া। ছবি: সংগৃহীত।

দীর্ঘ টানাপড়েন। ধারাবাহিকের দুই প্রধান চরিত্রাভিনেতা কয়েক দিন ধরে লড়ছিলেন একে অপরের বিরুদ্ধে। এমন ঘটনা বাংলা ধারাবাহিকের সেটে বেশ বিরল। সম্প্রতি অভিনেতা জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে ‘ভার্চুয়াল’ এই বিবাদ দেখে গেলেন দর্শক ও নেটাগরিকেরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় এসে দাঁড়ায়। প্রায় দিন চারেকের এই চাপানউতোর। জীতুর বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ এনেছিলেন দিতিপ্রিয়া। তেমনই জীতু নাম না করে পরোক্ষে দিতিপ্রিয়ার বিরুদ্ধে ‘ভিকটিম কার্ড’ খেলার মতো অভিযোগ তুলে বিতর্ক উস্কে দিয়েছিলেন। যে কোনও ধারাবাহিকের চিত্রনাট্যের মতোই দু’পক্ষের সেই আকচাআকচি ছিল টানটান। এ বার ফের জীতুকে নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন অভিনেত্রী!

Advertisement

শুক্রবার সকালেই জীতু জানিয়েছেন, ময়দান ছেড়ে চলে যাওয়ার মানুষ তিনি নন। যে দোষারোপ তাঁকে দেওয়া হয়েছে তার জন্য কাজ ছেড়ে দেবেন না। তিনি স্পষ্ট জানান, কর্মজীবন ও ব্যক্তিগত জীবন আলাদা করে হ্যান্ডল করতে পারেন তিনি। জীতুর এ হেন পোস্টের পরেই কি সিদ্ধান্ত বদলে নিলেন দিতিপ্রিয়া। তিনি ফেসবুকে লেখেন, ‘‘প্রোডাকশন হাউসের সহযোগিতায় সহ-অভিনেতার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলাম।’’ কোন পথে মিটল সেই ‘ভুল বোঝাবুঝি’, তা অবশ্য খোলসা করেননি দিতিপ্রিয়া। এই প্রসঙ্গে জীতুর সঙ্গে যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে তিনি জানান, গোটা বিষয়টাতে তাঁকে নিয়ে যা ঘটল তাতে তিনি মর্মাহত। ‘ভুল বোঝাবুঝি’ কি মিটল? তা হলে তিনি ‘মর্মাহত’, এ কথা বললেন কেন? উত্তর মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement