Entertainment News

দেখুন, প্রিয়জনের ছবি শেয়ার করলেন দিতিপ্রিয়া

দিতিপ্রিয়া এ বার শেয়ার করল তার এক প্রিয়জনের ছবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ১৭:৫৯
Share:

দিতিপ্রিয়া রায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সে এখন ক্লাস ইলেভেন। তবে ‘রানি’ হিসেবেই তাকে সকলে চেনেন। সে, অর্থাত্ দিতিপ্রিয়া রায়। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণি’।

Advertisement

দিতিপ্রিয়া এ বার শেয়ার করল তার এক প্রিয়জনের ছবি। না! এর মধ্যে কোনও গসিপ নেই। কোনও বিশেষ বন্ধুর কথা শেয়ার করেনি অভিনেত্রী। তা হলে? কার কথা বলতে চাইল সে?

আসলে সোশ্যাল মিডিয়ায় দিদির সঙ্গে ছবি শেয়ার করেছে দিতিপ্রিয়া। ক্যাপশনে লিখেছে, ‘দিদিকে ছাড়া কোনও মেয়ে ঠিক যেন ডানা ছাড়া পাখি।’

Advertisement

আরও পড়ুন, ‘দুপুর ঠাকুরপো’র নতুন এই বৌদিকে চেনেন?

সদ্য মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে দিতিপ্রিয়া। পাঠভবনে হিউম্যানিটিজ নিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে সদ্য। ইতিহাস, সোশিওলজি, এডুকেশন এবং মিউজিক নিয়ে চলবে তার পরবর্তী পড়াশোনা। সোমবার, ১৮ জুন থেকে নতুন ক্লাস শুরু। আগের মতোই শুটিং এবং পড়াশোনা চলবে পাল্লা দিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement