Entertainment news

থ্রি-ইডিয়টসের সেই মিলিমিটার এখন কী করছে জানেন?

থ্রি-ইডিয়টের মিলিমিটারের অভিনয় শুরু মাত্র ৩ বছর বয়সে। বলিউডে পা ‘ওমকারা’ ছবি দিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ১২:১৬
Share:

থ্রি-ইডিয়টস ছবির একটি দৃশ্যে মিলিমিটার।

থ্রি-ইডিয়টের মিলিমিটারকে মনে আছে? চিনতে পারছেন কে এই মিলিমিটার? মিলিমিটার থেকে সেন্টিমিটার হয়ে এখন কী করছে জানেন?

Advertisement

থ্রি-ইডিয়টের মিলিমিটারের অভিনয় শুরু মাত্র ৩ বছর বয়সে। বলিউডে পা ‘ওমকারা’ ছবি দিয়ে। এই ছবিতে সইফ আলি খানের ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ফিল্মের পাশাপাশি বেশ কিছু সিরিয়ালেও হাত পাকিয়েছেন তিনি। ‘ফির ভি না মানে... বত্তামিজ দিল’, ‘নিল ছাতরি’-র মতো সিরিয়ালে অভিনয় করেছেন। এবার চিনতে পারছেন?

আরও পড়ুন: রেখার সঙ্গে দেখা হল আরাধ্যার, তার পর?

Advertisement

এই অভিনেতার নাম হল রাহুল কুমার। গিটার প্রেমিক রাহুলের এখন বয়স ২২ বছর। উত্তরাখণ্ডের আলমোড়াতে জন্ম। বর্তমানে মুম্বইয়ে থাকেন। থ্রি-ইডিয়টসের পর ২০১২ সালে ‘জিনা হ্যায় তো ঠোক ডাল’ এবং ২০১৫-তে শর্ট ফিল্ম ‘দ্য থিফ’-এ অভিনয় করেন তিনি। বর্তমানে দুই ফিল্মের শুটিং চলছে পুরোদমে। ব্রুনি দ্য ফিল্ম এবং জু।

এখন যেমন হয়েছেন মিলিমিটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement