Entertainment News

এই টলিউড অভিনেত্রীদের ডাকনাম কী, জানেন?

এই টলিউড অভিনেত্রীদের আপনারা সকলেই চেনেন। বড়পর্দায় দেখেন তাঁদের। কিন্তু এঁদের ডাকনাম কী, জানেন? 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ১৮:০০
Share:
০১ ০৮

এই টলিউড অভিনেত্রীদের আপনারা সকলেই চেনেন। বড়পর্দায় দেখেন তাঁদের। কিন্তু এঁদের ডাকনাম কী, জানেন? 

০২ ০৮

ভাবতে পারেন, গ্ল্যামারাস শুভশ্রীকে কেউ পুটাই বলে ডাকছেন? আসলে এটাই তো নায়িকার ডাকনাম।

Advertisement
০৩ ০৮

শ্রাবন্তীর ডাক নাম গিন্টু। তাঁকে নাকি পুতুলের মতো দেখতে ছিল। সে কারণে নায়িকার বাবা দিয়েছিলেন এই আদরের নাম।

০৪ ০৮

স্বস্তিকা মুখোপাধ্যায়ের ডাকনাম ভেবলি। এই নাম এখন অনেকেই জানেন। ফলে ব্যক্তিগত এবং পেশাদার জীবনে অনেকেই তাঁকে এখন এই নামেই ডাকেন।

০৫ ০৮

রাইমা সেনের নাকি বহু ডাক নাম। ডলস, ডলি বলে নাকি তাঁকে ডাকেন প্রিয়জনেরা। তবে প্রকাশ্যে বহুবার মুনমুন সেন রাইমাকে ডলু নামে সম্বোধন করেছেন।

০৬ ০৮

পাও। ঠিক এই নামেই নাকি পাওলিকে সম্বোধন করেন প্রিয়জনেরা। তাঁর ভাল নামকেই একটু ছোট করে নিয়ে তৈরি হয়েছে ডাকনাম।

০৭ ০৮

চুমকি। ঋতুপর্ণা সেনগুপ্তকে এই নামেই নাকি ডাকতেন তাঁর বাবা।

০৮ ০৮

অভিনেত্রী পায়েল সরকারের ডাকনাম পিউ। তিনি নিজেও এই নাম বেশ পছন্দ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement