Entertainment News

ছবিটি জুহি চাওলার, কিন্তু সঙ্গের শিশুটির আসল পরিচয় জানেন?

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জুহি নিজেই এই ছবিটি শেয়ার করেছেন। তার ক্যাপশনেই জানিয়েছেন শিশুটির আসল পরিচয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ১২:১৯
Share:

এই ছবিটিই শেয়ার করেছেন জুহি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

ছবিটি দেখে নিশ্চয়ই চিনতে পারছেন। ঠিকই ধরেছেন ইনি বলিউড অভিনেত্রী জুহি চাওলা। জুহির অল্প বয়সের ছবি, সে তো দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কোলে থাকা শিশুটি কে?

Advertisement

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জুহি নিজেই এই ছবিটি শেয়ার করেছেন। তার ক্যাপশনেই জানিয়েছেন শিশুটির আসল পরিচয়।

জুহির কোলের শিশুটি তাঁর মেয়ে জাহ্নবী মেহেতা। মেয়ের এখন ১৮ বছর বয়স। সে কারণেই মা ফিরে দেখেছেন মেয়ের ছোটবেলা।

Advertisement

আরও পড়ুন, বিয়ে করলেন ঈশিতা? পাত্র কে?

জুহি লিখেছেন, ‘আমার ছোট্ট জাহ্নবী এখন কত বড় হয়ে গিয়েছে। সময় কী ভাবে চলে যায়। সুখের স্মৃতি…।’

আরও পড়ুন, বোনের বিয়েতে নাচলেন গৌরব, সঙ্গে কে?

১৯৯৫এ পেশায় ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন জুহি। জাহ্নবী ছাড়াও এই দম্পতির ১৪ বছরের এক ছেলে রয়েছে অর্জুন। অন্যান্য অনেক সেলেব কিডের মতো অর্জুন ও জাহ্নবীকে সচরাচর বলিউডি পার্টিতে দেখা যায় না। বরং লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন তাঁরা। 😮😮 😇😇🌟🌟🙏☺

😮😮 😇😇🌟🌟🙏☺

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement