তন্বী লাহা রায় কি বিরহে? ছবি: ইনস্টাগ্রাম।
হঠাৎ শৃঙ্গারে মত্ত তন্বী লাহা রায়! চোখের কোলে ঘন কাজল। কপালে টিপ। ঠোঁট রাঙিয়েছেন লিপস্টিকে। অলঙ্কারে নিজেকে সাজানোর পরে কার যেন অপেক্ষায় তিনি! যেন কেউ তাঁর সৌন্দর্যের তারিফ করবে। তন্বী চুল খোলা রাখবেন, না কি ঘাড়ের কাছে খোঁপা জড়াবেন? দ্বিধায় দুলতে দুলতেই খেয়াল করলেন, যার প্রশংসার আশায় তিনি, তারই মনোযোগ নেই!
তন্বীর চোখে অভিমানের মেঘ। সেই মেঘ বুঝি কান্না হয়ে ঝরব ঝরব! মনের কোন গোপন ব্যথা বুঝি ফাঁস এ ভাবেই...! কিছু কি ঘটেছে তাঁর সঙ্গে?
টেলিপাড়ায় কানাকানি, রাজদীপ গুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কে নাকি ছায়া পড়েছে। তারই কি বহিঃপ্রকাশ তা হলে এই ভিডিয়োবার্তায়। যেখানে অভিমানী তন্বী এক সময় বিদ্রোহিণী। তিনি জানতে চেয়েছেন, “যে মনোযোগ আশা করেছিলে সেই মনোযোগ কি তুমি পাওনি? যে সততা পাওনা ছিল তোমার, সেটাও বুঝি মেলেনি! কেউ তোমার প্রশংসাও করে না?” যাঁরা এই অভিজ্ঞতার পথ পেরিয়ে ক্রমশ নিজেদের অনুভূতি লুকোতে শিখে গিয়েছেন তাঁদের প্রতি তন্বীর পরামর্শ, “নিজেকে ভালবাসো মেয়ে। নিজের মতো করে সামনে এগিয়ে চলো। যদি নিজেই নিজেকে ভালবাসতে পারো তা হলে অন্যের ভালবাসার প্রত্যাশী কেন!” অভিনেত্রীর মতে, যা সঠিক, তাকেই আকঁড়ে ধরতে হবে। তবেই জীবনে শান্তি।
এই বার্তা দিয়ে কি গুঞ্জনেই সিলমোহর দিলেন তন্বী? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। অভিনেত্রী ফোনে অধরা।