Sreemoyee

VIRAL: ‘গ্রামের শ্রীময়ী’ নাকি ‘ইনস্টাগ্রামের শ্রীময়ী’, অনিন্দ্যর কাকে বেশি পছন্দ?

ছাপোষা গৃহবধু থেকে লাস্যময়ী অবতারে হাজির। নতুন এই সাজে কি কুপোকাত হবে তাঁর প্রাক্তন স্বামী অনিন্দ্য?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৫:৫৮
Share:

গ্রাম থেকে ‘শ্রীময়ী’ এবার ইনস্টাগ্রামে।

নেটমাধ্যমে নতুন শোরগোল। গ্রাম থেকে ‘শ্রীময়ী’ এবার ইনস্টাগ্রামে। ছাপোষা গৃহবধু থেকে লাস্যময়ী অবতারে হাজির সে। নতুন এই সাজে কি কুপোকাত হবে তাঁর প্রাক্তন স্বামী অনিন্দ্য? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

Advertisement

নেট-পাড়ায় নতুন প্রসঙ্গ টেনে আনলেন জনৈক নেটাগরিক। নেটমাধ্যমে শ্রীময়ী তথা ‘ইন্দ্রাণী হালদার’-এর দুই ভিন্ন সাজ নিয়ে তুলনা করেছেন তিনি।

সেই নেটাগরিক ইন্দ্রানীর ‘শ্রীময়ী’ বেশের সঙ্গে তাঁর পুরনো একটি ছবির তুলনা করেছেন। ছবি দু’টিকে উপর-নীচে সাজিয়ে, তিনি ‘শ্রীময়ী’ রূপী ইন্দ্রাণীর ছবির তলায় লিখেছেন ‘গ্রামের শ্রীময়ী’। ইন্দ্রাণীর সাজগোজ করা পুরনো ছবিতে লিখেছেন ‘ইনস্টাগ্রামের শ্রীময়ী’। সঙ্গে ছবির উপরে শ্রীময়ীর বয়ানে লেখা, ‘আমার ভালবাসা অস্বীকার করে এবার আমার প্রতিশোধ দেখবে’। আবার অনিন্দ্যর বয়ানে লেখা, ‘এ কী হল, কী ভাবে হল’।

Advertisement

এমন ছবি দেখে চক্ষু চড়কগাছ নেটাগরিকের।

এমন ছবি দেখে চক্ষু চড়কগাছ নেটাগরিকের। তার প্রমাণ ছবির মন্তব্য বাক্সেই।
তবে অনিন্দ্যও শ্রীময়ীর এই দুই রূপ দেখে হতবাক হয়েছে কিনা তা অনিন্দ্যই বলতে পারবে। তবে নেটমাধ্যমে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের মিমের জোয়ার দেখে এ কথা স্পষ্ট যে ধারাবাহিকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সম্প্রতি জুন আন্টি ধারাবাহিকে ফিরে আসতেই আরও কৌতূহল বেড়েছে দর্শকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement