১৫০ কোটি ক্লাবে যাবে না ‘দৃশ্যম’, মনে করেন অজয়

১০০ কোটি টাকার ব্যবসার দিন শেষ। এখন ২০০ কোটি-ক্লাবে ঢোকার প্রতিযোগিতা চলছে। এমন বাজারে তাঁর আসন্ন ছবি ১৫০ কোটি টাকার ব্যবসা করবে, সে আশা করছেন না অজয় দেবগন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ০০:০২
Share:

১০০ কোটি টাকার ব্যবসার দিন শেষ। এখন ২০০ কোটি-ক্লাবে ঢোকার প্রতিযোগিতা চলছে। এমন বাজারে তাঁর আসন্ন ছবি ১৫০ কোটি টাকার ব্যবসা করবে, সে আশা করছেন না অজয় দেবগন।

Advertisement

আগামী ৩১ জুলাই মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘দৃশ্যম’। ছবিটি ভাল ব্যবসা করবে, সে ব্যাপারে নিশ্চিত অজয়। কিন্তু সে ব্যবসার পরিমাণ ১৫০ কোটি ছাড়িয়ে যাবে, এতটাও জোর গলায় বলছেন না।

যুক্তি হিসেবে তিনি বলছেন, যে ভাবে বক্স অফিসের বাজার পাল্টাচ্ছে, তাতে ‘দৃশ্যম’-এর মতো ছবির ভাগ্য দর্শকদের মুখের কথায় নির্ধারিত হতে পারে।

Advertisement

এই ছবিটি স্বল্প বাজেটে তৈরি হয়েছে। স্টার হিসেবে কোনও ছবি করলে যে বক্স অফিস কালেকশনের চিন্তা মাথায় রাখতে হয়, তা মেনে নিচ্ছেন অজয়। কিন্তু ‘দৃশ্যম’-এর মতো ছবির ক্ষেত্রে সেই চাপটা যে থাকে না, সে কথা অকপটে বলেছেন। কেন না, অজয় বলছেন, এই সব ছবিতে তিনি তাঁর তারকা ইমেজ সরিয়ে স্রেফ অভিনেতা হিসেবে কাজ করেন। ‘সিংহম’ বা ‘দৃশ্যম’ করার ক্ষেত্রে বাধ্যবাধকতা যে এক নয়, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন অজয়।

‘দৃশ্যম’-এ অজয়ের সঙ্গে রয়েছেন তব্বু এবং শ্রিয়া শরণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন