Dharmendra Prayer Meet

দিল্লিতে ধর্মেন্দ্রের স্মরণসভার আয়োজনে প্রাক্তন দম্পতি ঈশা ও ভরত! জোড়া লাগতে পারে সম্পর্ক?

দিল্লিতে আবার ধর্মেন্দ্রের স্মরণসভার আয়োজন করবেন হেমা। সঙ্গী তাঁর দুই মেয়ে। আমন্ত্রণপত্রে রয়েছে ঈশার প্রাক্তন স্বামীর নামও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩
Share:

ধর্মেন্দ্রের স্মরণসভার আয়োজন করেছেন ঈশা-ভরত। ছবি: সংগৃহীত।

গত ২৪ নভেম্বর সকালেই মেলে দুঃসংবাদ। বর্ষীয়ান তারকা অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত। তাঁর মৃত্যুর পরে সানি ও ববি দেওল স্মরণসভার আয়োজন করেন। হেমা মালিনী নিজের বাড়িতে গীতাপাঠের আয়োজন করেছিলেন। এ বার শোনা যাচ্ছে, দিল্লিতে আবার স্মরণসভার আয়োজন করবেন হেমা। সঙ্গী তাঁর দুই মেয়ে। আমন্ত্রণপত্রে রয়েছে ঈশার প্রাক্তন স্বামীর নামও।

Advertisement

আগামী ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার, বিকাল ৪টে থেকে ৬টা পর্যন্ত এই স্মরণসভা চলবে। নয়াদিল্লির জনপথের ড. অম্বেডকর ইন্টারন্যাশনাল সেন্টারে এই সভার আয়োজন করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, এই স্মরণসভার আমন্ত্রণপত্রে নাম রয়েছে ঈশা দেওল ও তাঁর প্রাক্তন স্বামী ভরত তখতানির। তা হলে মান-অভিমানের বরফ গলল? যদিও এখনও তেমন কোনও ইঙ্গিত মেলেনি। আমন্ত্রণপত্রে ধর্মেন্দ্র-হেমার দ্বিতীয় মেয়ে অহনা ও তাঁর স্বামী বৈভব বোহরার নামও রয়েছে।

ঈশা ও ভরতের দাম্পত্যে চিড় ধরলেও তাঁদের দুই সন্তানের দেখভাল একসঙ্গেই করেন তাঁরা। ২০১২ সালে বিয়ে হয় তাঁদের। প্রায় ১২ বছর পরে ২০২৪ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন ঈশা-ভরত। তবে প্রাক্তন শ্বশুরের প্রয়াণের পরে একাধিক বার ঈশার পরিবারের পাশে থাকতে দেখা গিয়েছে ভরতকে। সমাজমাধ্যমের একাধিক পোস্ট বলছে, ধর্মেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক ছিল ভরতের। সেই কারণেই, আমন্ত্রণপত্রে ভরতের নামও লেখা হয়েছে বলেই মত অনুরাগীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement