‘রোম্যান্টিক কমেডির নির্মাতারা কি আমাকে চান?’

আনন্দ প্লাসের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশ্ন তুললেন রিচা চড্ডা। আলি ফজলের প্রসঙ্গও এল আড্ডায় আনন্দ প্লাসের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশ্ন তুললেন রিচা চড্ডা। আলি ফজলের প্রসঙ্গও এল আড্ডায়

Advertisement

অন্তরা মজুমদার

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০০:০০
Share:

রিচা

প্র: ‘দাস দেব’-এর মুক্তির দিন পিছিয়ে গেল কেন?

Advertisement

উ: ‘পদ্মাবত’-এর মুক্তি পিছিয়ে যাওয়ার পর প্রায় সব ছবিই কম-বেশি পিছিয়ে গিয়েছে। ‘দাস দেব’-ও তাই।

প্র: আপনার এবং অদিতি রাও হায়দরির ‘ঝগড়া’ নিয়ে তো সংবাদমাধ্যম উত্তাল ছিল কয়েক দিন...

Advertisement

উ: অদিতি একটা সাক্ষাৎকারে বলেছিল, পারোর চরিত্রের জন্য ও-ই ঠিক নির্বাচন। কথাটা মজা করেই বলেছিল। কিন্তু সেখান থেকে গুজবটা ছড়িয়ে গেল!

প্র: ‘দাস দেব’-এ পারোর ভূমিকায় আপনি। চরিত্রটা কতটা আলাদা?

উ: পুরোটাই। শিক্ষিত, আত্মনির্ভর একটা মেয়ে, যে মাথা উঁচু করে বাঁচতে চায়। ছোটবেলা থেকেই তার এক জন প্রেমিক ছিল, এটা ঠিক। কিন্তু সেই প্রেমিক যখন তাকে অনুচিত কথা বলে, পারোর তাকে ছেড়ে যেতে বেশি সময় লাগে না। তার পর সে ওই প্রেমিকের রাজনৈতিক বিরোধী হয়ে দাঁড়ায়। ছবিতে পারো প্রথমার্ধে এক রকম, দ্বিতীয়ার্ধে আর এক রকম।

প্র: রোমান্টিক কমেডি করবেন কখনও?

উ: আমি তো করতেই চাই। প্রশ্নটা হল, রোম্যান্টিক কমেডির নির্মাতারা কি আমাকে নিতে চান? তবে রোম্যান্টিক কমে়ডির চেয়ে আমার বেশি পছন্দের জঁর ডার্ক কমেডি।

প্র: হলিউডে তো জাঁকিয়ে বসেছেন আপনার বয়ফ্রেন্ড আলি ফজল। ওঁর সঙ্গে অস্কার প্রি-পার্টিতে গিয়ে কেমন অভিজ্ঞতা হল আপনার?

উ: দারুণ! ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ ছবিতে আলির অভিনয় সকলের ভাল লেগেছিল, ছবিটার চেয়েও। অনেক সেলেব্রিটি ছিলেন ওখানে। স্বাভাবিক ভাবেই আমরা একটু চাপে ছিলাম (হাসি)।

প্র: র‌্যাপার ড্রেক নাকি আপনার দিকে হাঁ করে তাকিয়েছিলেন বলে আলিও ওঁর দিকে কড়া নজর রেখেছিলেন?

উ: (জোরে হাসি) ও সব আলি মজা করে রটিয়ে বেড়াচ্ছে। গায়ক আশার, লিওনার্দো ডিক্যাপ্রিও, ড্রেক— সকলকে দেখে ও নিজেই আসলে চন্দ্রাহত হয়ে গিয়েছিল!

প্র: আপনার পরিচালিত প্রথম শর্ট ফিল্মে আলিকে নেতিবাচক ভূমিকায় দেখা যাবে। এমন সিদ্ধান্ত নিলেন কেন?

উ: আমার খুব লম্বা কাউকে দরকার ছিল চরিত্রটার জন্য। আলি প্রায় ছ’ফুট। সেই জন্যই...

প্র: আপনি নিজে অভিনয় করছেন না এতে?

উ: করতে হচ্ছে। কল্কিকে (কেকলাঁ) বলেছিলাম। ও বাইরে ছিল বলে করতে পারল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন