Arijit Singh

অরিজিতের অনুষ্ঠানে হঠাৎ বন্ধ বিদ্যুৎ পরিষেবা! বিদায় জানাতে পারলেন না গায়ক, ক্ষুব্ধ অনুরাগীরা

অরিজিতের গান চলাকালীনই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। যার ফলে একে একে শ্রোতারা বেরিয়ে যেতে শুরু করেন। অরিজিৎ শেষ পর্যন্ত বিদায়ও জানাতে পারেননি দর্শকদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৬
Share:

অরিজিতের অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট? ছবি: সংগৃহীত।

অরিজিৎ সিংহের অনুষ্ঠানে হঠাৎ বিদ্যুৎবিভ্রাট! অনুষ্ঠান চলাকালীনই বন্ধ হয়ে গেল আলো, শব্দও। শ্রোতা-দর্শককে বিদায় পর্যন্ত জানাতে পারেননি শিল্পী। বিষয়টি নিয়ে তরজা শুরু সমাজমাধ্যমে।

Advertisement

কয়েক দিন আগে লন্ডনে অনুষ্ঠান করতে গিয়েছিলেন অরিজিৎ। তাঁর অনুষ্ঠান মানেই জনজোয়ার। এই অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি। নিজের গানের সঙ্গে এই দিন অরিজিতের কণ্ঠে ‘সইয়ারা’ ছবির মূল গানটি অর্থাৎ ‘সইয়ারা’ শুনে মুগ্ধ হন শ্রোতারা। ছবিতে এই গান গেয়েছেন ফাহিম আবদুল্লা। গানটি মানুষের মুখে মুখে ফিরছে। এ বার সেই গান অরিজিতের কণ্ঠে শুনে আবেগে ভাসলেন শ্রোতারা। তাঁরাও গলা মেলান অরিজিতের সঙ্গে।

তখন রাত সাড়ে দশটা। অনুষ্ঠান তখন শেষ পর্যায়ে। লন্ডন স্টেডিয়ামে আচমকা বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। তখন অরিজিত একটি গান গাইছিলেন। চারদিক অন্ধকার হয়ে যায়। হতাশ দর্শকেরা একে একে বেরিয়ে যেতে শুরু করেন। অরিজিৎ শেষ পর্যন্ত বিদায় সম্ভাষণও জানাতে পারেননি তাঁদের। এই দেখে ক্রোধে ফেটে পড়েছেন অরিজিতের অনুরাগীরা। তাঁরা সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন।

Advertisement

লন্ডন স্টেডিয়ামে নিয়ম রয়েছে, রাত সাড়ে দশটার মধ্যে বন্ধ করতে হবে অনুষ্ঠান। জানা গিয়েছে, সেই নিয়ম মেনেই নাকি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। অনেকে লন্ডন স্টেডিয়ামের এই সিদ্ধান্ত সমর্থন করেছেন। এক নেটাগরিক লিখেছেন, “নিয়ম তো মানতেই হবে। ভারতেও যদি এমন হত!” আর একজন লিখেছেন, “শব্দদূষণকে গুরুত্ব দেওয়া হয় লন্ডনে। নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠন শেষ করতে হয়। অরিজিৎ নিজেও দেরিতে অনুষ্ঠানে পৌঁছেছিলেন। তাই দেরি হয়েছিল অনুষ্ঠান শেষ করতে।”

তবে অরিজিতের এক অনুরাগী দাবি করেছেন, অরিজিৎ ইচ্ছে করেই এই ভাবে অনুষ্ঠান শেষ করেন। সমাপ্তির আগে খুব জনপ্রিয় একটি গান ধরেন। তখন আলো নিভে গেলে শ্রোতারা গাইতে থাকেন। রেশ থেকে যায় সেই গানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement