পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়। — ফাইল চিত্র।
সময়ের সঙ্গে বদলেছে বলিউড। তারকাদের চাই প্রচার। সেই আলোর জন্য এখন অনেক সময়েই সমাজমাধ্যমের প্রভাবীদের উপর তাঁদের নির্ভর করতে হয়। সম্প্রতি এই প্রসঙ্গে পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়কে একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয়।
সব্যসাচীর মতে, এক সময়ে সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল। তখন তাঁরা বলিউডে কোনও তারকাকে আদর্শ মনে করতেন। কিন্তু আন্তর্জালের আগমনের সঙ্গে সঙ্গে এই ধারণা বদলে গিয়েছে। সব্যসাচী বলেন, ‘‘আমার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবী হলেন আমাদের ক্রেতা। কারণ, তাঁরা কোনও অংশে বলিউড তারকাদের থেকে কম নন।’’
সম্প্রতি, পোশাকশিল্পী হিসেবে ২৫ বছর সম্পূর্ণ করেছেন সব্যসাচী। কিন্তু তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও দিন ‘বলিউড’কে তাঁর স্বার্থে ব্যবহার করেননি। তবে সেখানে একমাত্র ব্যতিক্রম দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ২৫ বছর উপলক্ষে মুম্বইয়ে যে বিশেষ ফ্যাশন শোয়ের আয়োজন করেন সব্যসাচী, সেখানে দীপিকাকে হাঁটতে দেখা যায়। শিল্পীর কথায়, ‘‘আমাদের দীর্ঘ দিনের সম্পর্ক। তাই আমি ওকে বলেও ছিলাম যে, এই প্রথম ও শেষ বারের মতো আমি হয়তো কোনও বলিউড তারকাকে ব্যবহার করছি।’’ কারণ, দিনের শেষে সব্যসাচীর মতে, শেষ পর্যন্ত ‘তারকা’ হলেন ক্রেতারাই।