Fawad Khan

পহেলগাঁও কাণ্ডের জন্য নিষিদ্ধ হয়েছিল! অবশেষে ভারতে পাকিস্তানি অভিনেতার ছবি মুক্তি পাচ্ছে?

পহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি হয়। পাক শিল্পীরা নিষিদ্ধ হন ভারতে। কোপ পড়ে ‘আবির গুলাল’ ছবির উপরেও। আটকে যায় মুক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯
Share:

ভারতে মুক্তি পাচ্ছে ফওয়াদের ছবি? ছবি: সংগৃহীত।

অবশেষে জট কাটল! ভারতেও মুক্তি পাচ্ছে পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানের ছবি ‘আবির গুলাল’। পহেলগাঁও কাণ্ডের জেরে ছবি নিয়ে দীর্ঘ দিন চলেছে জলঘোলা। অবশেষে কী ভাবে এই ছবি ছাড়পত্র পেল?

Advertisement

গত ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল ফওয়াদ ও বাণী কপূর অভিনীত এই ছবি। কিন্তু তার কিছু দিন আগেই ঘটে যায় পহেলগাঁও কাণ্ড। ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি হয়। পাক শিল্পীরা নিষিদ্ধ হন ভারতে। কোপ পড়ে ‘আবির গুলাল’ ছবির উপরেও। আটকে যায় মুক্তি। এই ছবি যাতে কোনও ভাবে ভারতে মুক্তি না পায়, সেই দাবি তোলে দেশের বিভিন্ন সংগঠন। এমনকি ছবির নায়িকা বাণীকেও তোপ দাগা হয় পাক অভিনেতার সঙ্গে জুটি বাঁধার জন্য। অবশেষে স্থির হয়, আন্তর্জাতিক স্তরে ছবিটি মুক্তি পাবে।

১২ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্তরে মুক্তি পেয়েছে ‘আবির গুলাল’। এ বার শোনা যাচ্ছে ভারতেও মুক্তি পাবে বিতর্কিত ছবি। আগামী ২৬ সেপ্টেম্বর দেশে এই ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির সঙ্গে যুক্ত এক সূত্রের কথায়, “ছবি নিয়ে নির্মাতারা খুবই আত্মবিশ্বাসী। খুবই সাধারণ একটি প্রেমের গল্প দেখানো হয়েছে এই ছবিতে। সারা বিশ্বের সব দেশের মানুষই এই ছবি উপভোগ করবে। সবচেয়ে বড় কথা, ২৬ সেপ্টেম্বর আর কোনও ছবি মুক্তি পাচ্ছে না বলিউডে। তাই এই ছবি প্রেক্ষাগৃহে একাই দাপিয়ে বেড়াবে বলে মনে করা হচ্ছে।” তবে ছবির নির্মাতাদের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement