Akshay Kumar

‘বুলেট ফর আ বুলেট’, বক্স অফিস কাঁপাতে আসছেন বীর সূর্যবংশী

রোহিত শেট্টির নয়া ছবি ‘সূর্যবংশী’। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ১৫:৪৩
Share:
০১ ০৯

রোহিত শেট্টির নয়া ছবি ‘সূর্যবংশী’। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

০২ ০৯

কর্ণ জোহর বলেছেন, এই ছবি ‘বুলেট ফর আ বুলেট’। ধর্ম প্রোডাকশন ছবিটি প্রযোজনা করছে।

Advertisement
০৩ ০৯

রোহিত শেট্টির এই ছবিও ব্লকব্লাস্টার হবে, বলেছেন কর্ণ জোহর। তিনিই প্রথম টুইট করে বলেন, খিলাড়ি অক্ষয় কুমার এই ছবিতে অভিনয় করছেন।

০৪ ০৯

‘সূর্যবংশী’ ছবিতে অক্ষয় অভিনীত চরিত্রটির নাম বীর সূর্যবংশী। সন্ত্রাস দমন বিভাগের এক অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

০৫ ০৯

ছবিতে রোহিতের প্রিয় বন্ধু অজয় দেবগণকেও একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। রণবীর সিংহেরও একটি চরিত্রে কাজ করার কথা।

০৬ ০৯

নয় বছর পর এক সঙ্গে কাজ করছেন রোহিত-অক্ষয়। তবে ছবিতে নায়িকার ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে তৈরি হয়েছে চর্চা।

০৭ ০৯

প্রথমে ক্যাটরিনা কইফকে ভাবা হলেও পরবর্তীতে দীপিকা, অনুষ্কা, সোনম ও সোনাক্ষীর নামও উঠে এসেছে অক্ষয়ের বিপরীতে।

০৮ ০৯

দাবি করা হচ্ছে, ‘সিংহম’, ‘সিম্বা’-কেও বক্স অফিসে টেক্কা দেবে এই ছবি। ‘সিম্বা’ হল রোহিত শেট্টি নির্মিত অষ্টম ছবি। সারা বিশ্বে সেটি ৬০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছিল। এই ছবিটি তাকেও ছাপিয়ে যেতে চলেছে, বলি সূ্ত্রে খবর এমনটাই।

০৯ ০৯

২০২০ সালের ইদে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement