সম্মুখ সমরে দুই হিরো

টলিউডের এক নায়ক আর এক নায়কের বিরুদ্ধে আদালতে মামলা করেছে এমন ঘটনা কি আগে ঘটেছে? টলিপাড়ার প্রবীণ লোকজনও এমন উদাহরণ দিতে পারলেন না। মামলা হল কী জন্য?

Advertisement
শেষ আপডেট: ২২ মে ২০১৭ ০০:০৮
Share:

টলিউডের এক নায়ক আর এক নায়কের বিরুদ্ধে আদালতে মামলা করেছে এমন ঘটনা কি আগে ঘটেছে? টলিপাড়ার প্রবীণ লোকজনও এমন উদাহরণ দিতে পারলেন না। মামলা হল কী জন্য? গল্পের স্বত্ব নিয়ে। যেটা নিয়ে টলিউডে সব সময় টানাটানি হয় আর কী!

Advertisement

দুই হিরোরই নজর পড়েছিল দক্ষিণের একটি ছবির গল্পের দিকে। সূত্র বলছে, একজন স্রেফ বাংলা ভাষার স্বত্ব কিনেছিলেন। আর একজন নর্থ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের। প্রথম হিরোর ছবি একেবারে তৈরি। সামনেই মুক্তি পাবে। দ্বিতীয় হিরো আগামী দিনের রসদ হিসেবে ছবি রেখে দিয়েছিলেন। স্রেফ একটা গল্পের জন্যই নাকি এত কিছু!

দু’জনেই টলিউ়ডের বাণিজ্যিক ছবির নামী নায়ক। এমন কাণ্ড কি তাঁদের শোভা পায়? কিন্তু টলিউডে কমার্শিয়াল ছবিতে গল্পের অভাব যে কী ভয়ঙ্কর সেটা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণের কোন ছবি ভাল হচ্ছে, তার হদিশ রাখার জন্য প্রযোজক সংস্থাগুলো আলাদা করে লোক রাখে। সেই প্রেক্ষিতে দেখতে গেলে হিরোদের গপ্পো নিয়ে টানাটানি অস্বাভাবিক নয়। প্রথম হিরো নাকি দ্বিতীয় হিরোকে অনুরোধ করেছিলেন মামলা তুলে নিতে। তাতে দ্বিতীয় হিরো রাজি হননি। বসের মর্জি বলে কথা! ব্যবসা আর সম্পর্ক দু’টো আলাদা জিনিস। অতএব, মামলা হল। কিন্তু গোটা বিষয়টা নিয়ে কেলেঙ্কারিও কম হল না। অগত্যা, দু’জনেই কোর্টের বাইরে মীমাংসা করে নিলেন। প্রথম হিরোর আপন ছবি মুক্তিতে আর কোনও বাধা নেই।

Advertisement

তবে এই মিটমাট আগে করে নিলে এতটা জলঘোলা বোধহয় হতো না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement