Film Federation of India

অস্কার দৌড়ে ঈশান-জাহ্নবীর ‘হোমবাউন্ড’! ভিন্ন ভাষার ২৪টি ছবির মধ্যে এ বছরেও কেন বাংলা নেই?

একসময় ‘নগরকীর্তন’ ‘অপরাজিত’ এই তালিকায় জায়গা করতে পেরেছিল। কিন্তু এ বার কেন কোনও বাংলা ছবি এই তালিকায় জায়গা করতে পারল না?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০
Share:

অস্কারের দৌড়ে কেন নেই বাংলা ছবি? নিজস্ব ছবি।

অস্কার ২০২৫-এর দৌড়ে ভারতের কোন ছবি থাকবে, ঘোষণা করল ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য ভারত থেকে মোট ২৪টি ছবি ছিল। এর মধ্যে থেকে একটি ছবি নির্বাচিত হয়েছে। সেটি ঈশান খট্টর-জাহ্নবী কপূর অভিনীত ‘হোমবাউন্ড’। মনোনয়নের তালিকায় বিভিন্ন ভাষার ছবি থাকলেও, এ বছরেও কোনও বাংলা ছবি নেই।

Advertisement

অস্কার দৌড়ে ভারত থেকে প্রথম পাড়ি দিয়েছিল ‘মাদার ইন্ডিয়া’। গত বছর এই তালিকায় ছিল ‘লাপতা লেডিস’।চলতি বছরে এই তালিকায় রয়েছে ‘পুষ্পা ২’, ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’, ‘কেসরী চ্যাপ্টার ২’, ‘আই ওয়ান্ট টু টক’। প্রসঙ্গত, জাহ্নবী ও ঈশান খট্টর অভিনীত এই ছবিটি কিছু দিন আগেই কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিল। ‘সুপারবয়েজ় অফ মালেগাঁও’, ‘কান্নাপ্পা’, ‘বনবাস’, ‘স্থল’, ‘ফুলে’, ‘বীরা চন্দ্রসাহা’-সহ মোট ২৪ টি ছবি রয়েছে এই তালিকায়। ২৪ টি ছবির মধ্যে রয়েছে হিন্দি, তেলুগু, মরাঠি, কন্নড়, মণিপুরি ভাষার ছবি।

শুক্রবার বৈঠকে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি প্রযোজক ফিরদৌসুল হাসান, লেখিকা রত্নোত্তমা সেনগুপ্ত, বর্ষীয়ান প্রযোজক সুরিন্দর সিংহ উপস্থিত ছিলেন। একসময় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘নগরকীর্তন’ ও ফিরদৌসুল হাসানের প্রযোজিত ও অনীক দত্ত পরিচালিত ছবি ‘অপরাজিত’ এই তালিকায় জায়গা করতে পেরেছিল। কিন্তু এ বার কেন কোনও বাংলা ছবি এই তালিকায় জায়গা করতে পারল না? তা হলে কি বাংলা ছবি অস্কারের দৌড়ের জায়গা করে নেওয়ার যোগ্যতা হারাচ্ছে?

Advertisement

আনন্দবাজার ডট কম-এর এই প্রশ্নের উত্তরে প্রযোজক হাসান বলেন, “এখানে আমরা নিজেরা কিছুই নির্বাচন করতে পারি না। কিছু নির্দিষ্ট নিয়ম মেনে ছবি পাঠাতে হয়। দুর্ভাগ্যবশত, কোনও বাংলা ছবি জমা পড়েনি। আশা করছি, ভবিষ্যতে এমন হবে না। বহু পরিচালক হয়তো জানেনই না, ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র তরফ থেকেও অফিশিয়াল এন্ট্রি পাঠানো যায়।”

তিনি আরও জানান, এখনও বাংলার পরিচালকেরা হয়তো অস্কার পর্যন্ত ভাবছেন না। অথবা তাঁরা বিষয়টি নিয়ে সেই ভাবে অবগত নন। তিনি আশা করছেন, ভবিষ্যতে এই দৌড়ে কোনও বাংলা ছবি জায়গা করতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement