Rashmika Mandanna

পায়ের চোট নিয়েও ছবির প্রচার সারছিলেন রশ্মিকা, এখন কেমন আছেন? জানা গেল বিমানবন্দরে

তাঁকে দেখা গিয়েছে হুইলচেয়ারে বসে থাকতে। প্লাস্টারে বাঁধা পা নিয়ে আবার কখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেও দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫
Share:

রশ্মিকা এখন কেমন আছেন? ছবি: সংগৃহীত।

অবশেষে নিজের পায়ে উঠে দাঁড়ালেন রশ্মিকা মন্দানা। জানুয়ারির শুরুর দিকেই জিমে শরীরচর্চা করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেত্রী। পায়ের চোটের জন্য থমকে যায় বেশ কিছু কাজ। কিন্তু এই চোট নিয়েও আসন্ন ছবি ‘ছাবা’র প্রচার চালিয়ে গিয়েছেন তিনি। ছবিতে সম্ভাজি মহারাজের স্ত্রী যেশুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রচারেও তেমন ভারী সাজেই গিয়েছেন রশ্মিকা। কিন্তু বরাবরই তাঁকে দেখা গিয়েছে হুইলচেয়ারে বসে থাকতে। প্লাস্টারে বাঁধা পা নিয়ে আবার কখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেও দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার প্রচারের অনুষ্ঠানে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন ছবির নায়ক ভিকি কৌশল। অবশেষে সেই চোট থেকে সেরে উঠলেন রশ্মিকা। হুইলচেয়ার থেকে নিজেই উঠে দাঁড়ালেন।

Advertisement

রশ্মিকার নতুন এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। হায়দরাবাদ বিমানবন্দরে তাঁকে হাঁটতে দেখা গিয়েছে। খুঁড়িয়ে নয়। একেবারে দৃঢ় পায়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে, কাজের জন্যই হায়দরাবাদ থেকে মুম্বই উড়ে যাচ্ছেন তিনি।

পায়ের চোটের জন্য বেশ কিছু কাজ বাদও দিতে হয়েছে রশ্মিকাকে। পায়ে চোট লাগার ফলে ‘পুষ্পা ২’-র সাফল্য উদ্‌যাপনের পার্টিতেও উপস্থিত থাকতে পারেননি তিনি। উপস্থিত ছিলেন অল্লু অর্জুন, পরিচালক সুকুমার-সহ আরও অনেকে। পায়ে চোটের জন্য থমকে যায় ‘সিকন্দর’ ছবির শুটিংও। সলমন খানের বিপরীতে এই ছবিতে নায়িকাকে দেখা যাবে।

Advertisement

উল্লেখ্য, জানুয়ারির শুরুর দিকেই শরীরচর্চা করতে গিয়ে আচমকা পড়ে গিয়েছিলেন রশ্মিকা। পরে নিজেই পায়ে ব্যান্ডেজ বাঁধা ছবি পোস্ট করে রশ্মিকা বলেছিলেন, “নিজেকে নববর্ষের শুভেচ্ছা। জিম করতে গিয়ে চোট পেয়েছিলাম। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠব। কিন্তু সেটা আগামী কয়েক সপ্তাহ, না কি কয়েক মাসের মধ্যে, তা ঈশ্বরই জানেন। সময় মতো ‘থামা’, ‘সিকন্দর’ এবং ‘কুবেরা’র সেটে পৌঁছে যাব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement