Betting App Case

বেটিং অ্যাপের প্রচার! প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, দগ্গুবতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ক্রিকেট জুয়া সংক্রান্ত একাধিক অ্যাপ রয়েছে। বেশ কিছু অ্যাপের প্রচারে দেখা যায় তারকা মুখও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১২:৪৬
Share:

প্রচারমুখ হয়ে বিপাকে পড়েছেন (বাঁ দিকে) প্রকাশ রাজ, (মাঝে) বিজয় দেবারাকোন্ডা, রানা দগ্গুবতী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

অবৈধ ‘বেটিং অ্যাপ’-এর প্রচারে দেখা গিয়েছিল একাধিক তারকাকে। তাঁদের বিরুদ্ধে এ বার পুলিশি অভিযোগ দায়ের হল। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে তেলঙ্গানা পুলিশের তরফে দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, রানা দগ্গুবতীদের-সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, ফণীন্দ্র শর্মা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই তারকাদের নামে এফআইআর করা হয়েছে।

Advertisement

এই তালিকায় রয়েছেন প্রণীতা, নিধি আগরওয়াল, অনন্যা নাগাল্লা, সিরি হনুমান্থ, শ্রীমুখী, বর্ষিণী সৌন্দরাজন, বাসন্তী কৃষ্ণন, শোভা শেঠি, অমৃতা চৌধুরী, নয়নী পাভানি, নেহা পাঠান, পান্ডু, পদ্মাবতী, প্রীতি, ইমরান খান, সানা, সান্যাভ, শ্যামলা, সুস্বাদু তেজা এবং বান্দারু শেশায়ানি সুপ্রীতা।

জানা গিয়েছে, সাইবেরাবাদ থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮ (প্রতারণা), ১১২ (ক্ষুদ্র সংগঠিত অপরাধ) এবং ৪৯ (কুকর্মে প্ররোচিত করা) ধারার আওতায় অভিযোগ দায়ের করেছে। এরই সঙ্গে রয়েছে তেলঙ্গানার গেমিং আইন, ১৯৭৪ এবং তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লীষ্ট ধারাও।

Advertisement

গত কয়েক সপ্তাহে এই ধরনের ভুয়ো অ্যাপের বিরুদ্ধে নড়ে বসেছে তেলঙ্গানা প্রশাসন। ক্রীড়া সংক্রান্ত জুয়া, ভুয়ো অর্থলগ্নিকারী অ্যাপের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে। সাধারণ মানুষ এই সব অ্যাপের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন, খোয়াচ্ছেন হাজার হাজার টাকা। সুনির্দিষ্ট অভিযোগের পরই শুরু হয়েছে ধরপাকড়। তবে এই প্রথম কোনও চিত্র তারকার বিরুদ্ধে দায়ের হল লিখিত অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মিয়াঁপুরের বাসিন্দা ফণীন্দ্র শর্মা তাঁর অভিযোগে দাবি করেছেন, একাধিক চিত্র তারকা এবং নেটপ্রভাবীকে তিনি দেখেছেন এই ধরনের অ্য়াপের প্রচার করতে। ফণীন্দ্রর দাবি, এর ফলে সমাজে কুপ্রভাব পড়ছে, শুধু তা-ই নয়, সাধারণ মানুষের আর্থিক ক্ষতিও হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement