Bahubali- The Epic

১০ বছরের অপেক্ষা শেষ! ফের ‘বাহুবলী’ রূপে হাজির প্রভাস, প্রথম ঝলকেই আলোড়ন শুরু

মঙ্গলবার এই বহু প্রতীক্ষিত ছবির ঝলক প্রকাশ্যে আনেন নির্মাতারা। ‘বাহুবলী ১’ ও ‘বাহুবলী ২’-এর থেকে বেশ কিছু দৃশ্য ধরা পড়েছে এই ঝলকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ২০:১৯
Share:

প্রভাসের ছবির ঝলক প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।

প্রতীক্ষার অবসান। দশ বছর ধরে অধীর অপেক্ষায় ছিলেন ‘বাহুবলী’র অনুরাগীরা। অবশেষে প্রকাশ্যে ‘বাহুবলী- দ্য এপিক’-এর প্রথম ঝলক। প্রথম দৃশ্যেই সেই মাহিষ্মতী রাজ্যকে দেখে উত্তেজিত দর্শককে।

Advertisement

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী দ্য বিগিনিং’। এর পরে ২০১৭ সালে মুক্তি পায় ‘বাহুবলী দ্য কনক্লুশন’। ১০ বছর পরে মুক্তির পথে এসএস রাজামৌলীর ছবি ‘বাহুবলী দ্য এপিক’। একেবারে আনকোরা ভাবে এই ছবি বড়পর্দায় মুক্তি পাবে। তবে প্রথম ও দ্বিতীয় দুটি অংশের সঙ্গেই বোনা হয়েছে এই ছবির যোগসূত্র। তবে এই ছবি ছ’ঘণ্টা দৈর্ঘ্যের হবে না বলেই জানা গিয়েছে।

মঙ্গলবার এই বহু প্রতীক্ষিত ছবির ঝলক প্রকাশ্যে আনেন নির্মাতারা। ‘বাহুবলী ১’ ও ‘বাহুবলী ২’-এর থেকে বেশ কিছু দৃশ্য ধরা পড়েছে এই ঝলকে। ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। প্রভাসকে ফের সেই সাজে দেখে তাঁরা আর তর সইতে পারছেন না। তাঁদের অনুমান, এই ছবি বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙেচুরে দেবে।

Advertisement

‘বাহুবলী’র প্রথম দু’টি অংশ ফের মুক্তি পাবে কি না তা নিয়ে জল্পনা ছিল। তাই এক অনুরাগী লিখেছেন, “পুনরায় আর মুক্তি দিতে হবে না। কারণ রাজা বাহুবলী এ বার নিজেই আসছে।” আর এক অনুরাগী লিখেছেন, “আমি নিশ্চিত, ২০০ কোটি টাকার সীমা ছাড়িয়ে ফেলবে এই ছবি।”

‘বাহুবলী ১’ বক্স অফিসে ৬৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। কিন্তু দ্বিতীয় অংশটি আলোড়ন ফেলে দিয়েছিল বক্স অফিসে। ১৭৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল সেই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement