Kajol on Ajay Devgn

অন্য অভিনেত্রীকে চুম্বন করে গোপন করেন অজয়! জানতে পেরে হিংসেয় জ্বলেছিলেন কাজল?

পান থেকে চুন খসলেই মেজাজ হারান অভিনেত্রী। চিৎকার চেঁচামেচি করার আগেও দু’বার ভাবেন না। তাই স্বামীর চুমুর খবর শুনে রেগে আগুন হয়ে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ২০:০৮
Share:

অজয়ের চুম্বন দেখে রেগে আগুন কাজল। ছবি: সংগৃহীত।

বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত অজয় দেবগন ও কাজল। কিন্তু অন্য অভিনেত্রীকে অজয় চুম্বন করেছেন, জানতে পেরে হিংসেয় জ্বলেছিলেন কাজল। সম্প্রতি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

অভিনেত্রী পান থেকে চুন খসলেই মেজাজ হারান। চিৎকার চেঁচামেচি করার আগেও দু’বার ভাবেন না। তাই স্বামীর চুমুর খবর শুনেও রেগে আগুন হয়ে গিয়েছিলেন। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে বসে এই স্বীকারোক্তি কাজলের।

রাগী হলেও কাজলের রসবোধেও মুগ্ধ তাঁর অনুরাগীরা। একটি ছবিতে অজয়ের চুম্বন দৃশ্য ছিল। সেই ছবির আবার সহ-প্রযোজনায় ছিলেন কাজল নিজেই। কিন্তু চুম্বনের দৃশ্যের কথা নাকি বেমালুম গোপন করে যান অজয়। চুম্বন দৃশ্য করে আসার পরে কাজলকে ঘটনাটি জানান এবং আগেভাগেই ক্ষমা চেয়ে নেন।

Advertisement

কাজল বলেছেন, “চুম্বনের কথা ও আমাকে বলেইনি। চুম্বনের অনুমতি নেওয়ার আগেই ও আমার কাছে ক্ষমা চেয়ে বলে, ‘আমি করে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত।’” রসিকতা করেই ঘটনার বিবরণ দেন কাজল। এই শুনে হাসতে হাসতে কপিল প্রশ্ন করেন, সত্যিই কি অজয় নিজে থেকে জানিয়েছিলেন, না কি কাজল তাঁকে হাতেনাতে ধরে বলেছিলেন, “আর নয়। যথেষ্ট হয়েছে!”

এই খুনসুটির মধ্যেই কাজল জানান, তিনি চুম্বনের কথা আগে জানতেন না। দৃশ্যটি দেখার পরে তিনি হিংসেয় জ্বলছিলেন। মজার ছলে রেগে যাওয়ার ভান করে কাজল বলেন, “আমি বন্দুক বার করি এই দৃশ্য দেখার পরে।”

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তার পর কেটে গিয়েছে ২৫ বছর। কী ভাবে এই সফল দাম্পত্য? কাজল সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমরা পরস্পরের থেকে অনেকটা আলাদা। সে অর্থে দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দাম্পত্য সুখ চাইলে, আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনও কখনও কানে কম শুনতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement