ফ্লপ ছবিতে মন ভেঙেছিল কুণালের

ঠিক ১৩ বছর ছবি ফ্লপ করায় মন-মেজাজ ভেঙে গিয়েছিল তাঁর। কিন্তু তার পরও ঘুরে দাঁড়িয়েছেন পরিচালক কুণাল কোহলি। ‘মুঝসে দোস্তি করোগে’ ফ্লপ হওয়ার পর তিনি যে মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিলেন, টুইটারে তা নিজেই জানিয়েছেন কুণাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

ঠিক ১৩ বছর ছবি ফ্লপ করায় মন-মেজাজ ভেঙে গিয়েছিল তাঁর। কিন্তু তার পরও ঘুরে দাঁড়িয়েছেন পরিচালক কুণাল কোহলি। ‘মুঝসে দোস্তি করোগে’ ফ্লপ হওয়ার পর তিনি যে মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিলেন, টুইটারে তা নিজেই জানিয়েছেন কুণাল। হৃতিক রোশন, রানি মুখোপাধ্যায় এবং করিনা কপূর অভিনীত ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু কুণালের উপর ভরসা রেখেছিলেন আদিত্য চোপড়া। তার ফলেই ‘হম তুম’-এর মতো বাণিজ্যির ভাবে সফল ছবি তৈরি করতে পেরেছিলেন তিনি। এ জন্য আদিত্যকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন কুণাল। ‘ফনা’, ‘থোড়া পেয়ার, থোড়া ম্যাজিক’, ‘তেরি মেরি কহানি’-র মতো ছবি এর পর কুণাল তৈরি করেছেন। আপাতত অভিনয়ে হাতেখড়ির অপেক্ষায় রয়েছেন তিনি। পরিচালক অজয় ভুইয়াঁর ‘ফির সে’-তে দেখা যাবে কুণালকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement