Anurag Kashyap

বিতর্কের রেশ

চুপ করে থাকছেন না অনুরাগ কাশ্যপ। নেপোটিজ়ম থেকে সুশান্তের ছবি বাছাই... বিবিধ বক্তব্য পরিচালকের সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে নেপোটিজ়ম বিতর্কে কঙ্গনা রানাউতের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন অনুরাগ।

Advertisement
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২০ ০৩:০২
Share:

অনুরাগ

একজন অভিনেতা কোন ছবি করবেন, সেটা যেমন প্রযোজনা সংস্থার উপরে নির্ভর করে, তেমনই অভিনেতারও কিছু দায় বর্তায়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে কেন তাঁকে একাধিক প্রযোজনা সংস্থা ছবির কাজ দেওয়া থেকে বিরত থেকেছিল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আদিত্য চোপড়া, সঞ্জয় লীলা ভন্সালী, কর্ণ জোহরের দিকে আঙুল উঠেছে। প্রথম দু’জনকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে। সম্প্রতি অনুরাগ কাশ্যপ তাঁর একটি সাক্ষাৎকারে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। পরিচালকের সঙ্গে সুশান্তের বেশ কয়েক বার কাজ করার কথা হয়েও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ‘‘আমি ‘হঁসী তো ফঁসী’তে সুশান্ত আর পরিণীতি চোপড়াকে কাস্ট করতে চেয়েছিলাম। পরিণীতিকে যশ রাজ ফিল্মস অনুমতি দিলেও সুশান্তকে আটকে দেয়। ওকে ‘শুদ্ধ দেসি রোম্যান্স’-এর প্রস্তাব দিয়েছিল ওরা। সুশান্ত তাতে রাজি হয়ে যায়। এমনটা তো হয়েই থাকে,’’ বক্তব্য অনুরাগের। ‘এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরি’র পরে সুশান্তকে নিয়ে একটা ছবি করার কথা ভেবেছিলেন পরিচালক। স্ক্রিপ্ট শোনার পরে সুশান্ত ‘না’ করেছিলেন। এর পর আরও একটি ছবির কথা হয় কিন্তু তখন সুশান্ত ‘ড্রাইভ’-এর জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। ‘‘আমার কাজটা ছেড়ে ও কর্ণের সঙ্গে ‘ড্রাইভ’ করল। একজন অভিনেতার উপরেও নির্ভর করে সে কোন ছবি করতে চায়। আমি চাই সুশান্তকে সকলে মনে রাখুক। ওর ছবিগুলোকে সকলে ভালবাসুক। ‘সোনচিড়িয়া’র মতো ছবিকেও যেন সকলে ভালবাসে।’’

Advertisement

সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে নেপোটিজ়ম বিতর্কে কঙ্গনা রানাউতের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন অনুরাগ। সেই টুইটার তরজা থামার কোনও লক্ষণই নেই। এক নেটিজ়েন পরিচালককে ট্যাগ করে কঙ্গনার একটি সাক্ষাৎকার পোস্ট করেছেন। সেখানে ‘বম্বে ভেলভেট’ ফ্লপ হওয়ার পরে সকলে যখন অনুরাগকে সমালোচনায় বিদ্ধ করছেন, তখন কঙ্গনা পরিচালককে সমর্থন করছেন। সেই ভিডিয়োর প্রেক্ষিতে অনুরাগের মন্তব্য, ‘‘আমি জানি কঙ্গনা অনেক লড়াইয়ে আমার পাশে দাঁড়িয়েছে। ওকে আমি কখনও শত্রু বলছি না। যারা ওকে ব্যবহার করে কাজে লাগাচ্ছে, তারাই ওর শত্রু।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন