সিক্যুয়েলে থাকছেন

সূত্রের খবর, আগে ‘ওয়ান্ডার উওম্যান’-এর সিক্যুয়েলে থাকতে চাইছিলেন না অভিনেত্রী। কারণ এই ছবির অন্যতম প্রযোজক ব্রেট র‌্যাটনারের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তবে অভিনেত্রীর এই সিদ্ধান্তে তাঁর পাশে রয়েছে ওয়ার্নার ব্রাদার্স।

Advertisement
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ০৮:০০
Share:

গ্যাল গ্যাডোট।

তাঁর বিখ্যাত ছবির সিক্যুয়েলে থাকছেন গ্যাল গ্যাডোট। সূত্রের খবর, আগে ‘ওয়ান্ডার উওম্যান’-এর সিক্যুয়েলে থাকতে চাইছিলেন না অভিনেত্রী। কারণ এই ছবির অন্যতম প্রযোজক ব্রেট র‌্যাটনারের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তবে অভিনেত্রীর এই সিদ্ধান্তে তাঁর পাশে রয়েছে ওয়ার্নার ব্রাদার্স। এর আগে র‌্যাটনারকে সম্মান জানানো হয়েছিল এমন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বয়কট করেছিলেন গ্যাডোট।

Advertisement

ওয়ার্নার ব্রাদার্সের এক মুখপাত্রের কথায়, ‘‘র‌্যাটনার ‘ওয়ান্ডার উওম্যান’ করে অনেক লাভ করেছিলেন। তবে গ্যাডোট চান না দ্বিতীয় ছবির অংশ হন র‌্যাটনার। মহিলাদের ক্ষমতায়ন নিয়ে যে ছবি, সেই ছবির প্রযোজক এমন কেউ হতে পারে না যার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে।’’ শোনা যাচ্ছে, গ্যাডোটের এই দাবি যে যুক্তিসম্মত, তা মানতে রাজি ওয়ার্নার ব্রাদার্সও। যদিও গ্যাল গ্যাডোট এই বিষয়ে মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement