Entertainment News

টিভিতে ফিরলেন ‘রাশি‌’, কোন চরিত্রে জানেন?

‘রাশি’ ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন গীতশ্রী। তার পর ‘দেবীপক্ষ’ ধারাবাহিকেও তাঁর অভিনয় দর্শকদের পছন্দ হয়েছিল। সে ধারাবাহিক শেষ হওয়ার পর প্রায় এক বছরের বিরতি নিয়েছিলেন।

Advertisement
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১৬:৪৩
Share:

গীতশ্রী রায়।

এক সময়ে টেলিভিশনের জনপ্রিয় তারকা ছিলেন তিনি। মাঝে বিরতি নিয়েছিলেন। সিনেমা, ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ফের টেলিভিশনে ফিরলেন। তিনি ‘রাশি’ ওরফে গীতশ্রী রায়

Advertisement

‘রাশি’ ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন গীতশ্রী। তার পর ‘দেবীপক্ষ’ ধারাবাহিকেও তাঁর অভিনয় দর্শকদের পছন্দ হয়েছিল। সে ধারাবাহিক শেষ হওয়ার পর প্রায় এক বছরের বিরতি নিয়েছিলেন। ফিরলেন ‘জামাই রাজা’ দিয়ে।

দিন দশেক হল ‘জামাই রাজা’তে দেখা যাচ্ছে গীতশ্রীর অভিনয়। এখানে তাঁর চরিত্রের নাম দামিনী সেন। গীতশ্রীর কথায়, ‘‘আসলে এ ধরনেরই একটা লিড চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম। পুলিশ অফিসারের চরিত্র। এমন কাজ আগে করিনি।’’

Advertisement

আরও পড়ুন, ‘মনসুন মেলডিস’ নিয়ে আসছেন প্রিয়ম-অংশু

ইতিমধ্যেই দর্শকদের তরফে ভাল ফিডব্যাক পাচ্ছেন গীতশ্রী। তাঁর নতুন জার্নিতে আরও সফল হবেন বলে কনফিডেন্ট অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement