Gehana Vasisth

Gehana Vasisth: জেল থেকে বেরিয়েই আমি হৃদরোগে আক্রান্ত, তাই ইচ্ছেপূরণ হয়নি, কেঁদে ফেললেন গহনা বশিষ্ঠ

গহনার কথায়, ‘‘ডায়াবিটিস আছে কিন্তু তা-ও এক কাপ আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমার। দরকার হলে সেই দিন ইনসুলিন একটু বেশি নিয়ে নেব।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২১:২৮
Share:

গহনা বশিষ্ঠ

শুক্রবার বম্বে হাইকোর্টের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী-মডেল গহনা বশিষ্ঠ। উচ্চ আদালতকে তিনি জানিয়েছেন, পুলিশের ঘুষ চাওয়ার ঘটনা ফাঁস করে দিয়েছিলেন বলেই তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। গহনার দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে তাঁকে পর্ন বানানোর অভিযোগেই জেল হেফাজতে নেওয়া হয়। আপাতত তিনি জামিনে মুক্ত। নতুন করে এক মহিলা তাঁর বিরুদ্ধে জোর করে পর্নে অভিনয় করানোর অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

এরই মাঝে ঘন ঘন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে লাইভে এসে অনুরাগীদের সঙ্গে কথা বলেন ‘গন্দি বাত’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী। পর্ন-কাণ্ড নিয়েও বক্তব্য রাখেন। শনিবার তিনি তাঁর ইচ্ছেপূরণ না হওয়ার জন্য আফসোস প্রকাশ করেছেন অনুরাগীদের কাছে। জেলে থেকে বেরোনোর পর পরই তাঁর জীবনে কী কী ঘটেছে, তা-ও জানিয়েছেন সংক্ষেপে।

গহনা লাইভ ভিডিয়োয় বললেন, ‘‘বহু দিন ফুচকা খাইনি। ছ’মাস হতে চলল, এই সমস্ত ঝামেলার মধ্যে আছি আমি। যে দিন সব ঠিক হয়ে যাবে, সে দিন বাইরে বেরিয়ে ফুচকা খাব আমি। চার দেওয়ালে বন্দি থেকে ক্লান্ত লাগে আজকাল।’’ তাঁর ইচ্ছা, বাড়ির বাইরে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে তিনি ফুচকা খাবেন। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। ফেব্রুয়ারি মাস থেকে তিনি জেলবন্দি। তার পর যখন জামিন পান, হৃদরোগে আত্রান্ত হন তিনি। বহু দিন হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানালেন গহনা। তার পরে এই মুহূর্তে তিন গৃহবন্দি। গহনার কথা থেকেই জানা গেল, ডায়াবিটিস তাঁর। গহনার কথায়, ‘‘সব জেনেও এক কাপ আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমার। দরকার হলে সেই দিন ইনসুলিন একটু বেশি নিয়ে নেব।’’

Advertisement

অনুরাগীদের কাছে তাঁর অনুরোধ, ‘‘কাউকে ইচ্ছে করে ফাঁসাবেন না। যে কিছু না করেও ফেঁসে যায়, তাঁকে স্বাধীনতার জন্য আঁকুপাঁকু করতে হয়, সেটা খুব কষ্টের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন