মুখ খুললেন গোবিন্দ। ছবি: সংগৃহীত।
নব্বই দশকের তারকা অভিনেতা তিনি। ‘রাজাবাবু’, ‘আঁখে’, ‘হিরো নম্বর ১’, ‘পার্টনার’— একের পর এক ছবিতে তাঁর নাচ, মুখভঙ্গিমা, রংবাহারি পোশাক অনুরাগীর নজর কেড়েছে। তবে এখন অভিনেতা চর্চায় তাঁর দাম্পত্যজীবনের টানাপড়েনের জন্য। অভিনেতার স্ত্রী সুনীতা নিজেই বলেছিলেন, ‘‘ওই সময় নেই। নিজেকে বদলাতে না পারলে কাজ পাবে না।’’ অনেকেই গোবিন্দের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তোলেন। এ বার সপাট জবাব অভিনেতার।
বিবাহবিচ্ছেদের জল্পনা চলাকালীন সে ভাবে প্রকাশ্যে আসেননি গোবিন্দ। সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠানে এসে নিজের ব্যক্তিগত জীবনের নানা কথা ভাগ করে নেন। তাঁর নামের সঙ্গে জড়িয়ে থাকা বিতর্কের উত্তর দেন সোজাসাপটা। সেই সময় নাকি শোনা যেত, প্রযোজক ও পরিচালকেরা বলতেন যে গোবিন্দ অপেশাদার। সময়ে শুটিংয়ে আসেন না, ছিল নানা বায়নাক্কাও। এত বছর পর এই প্রসঙ্গে গোবিন্দ বলেন, “আসলে মানুষ সুনাম নষ্ট করতে ভুল তথ্য ছড়িয়ে দেয়। একাধিক শিফ্টে কাজ করে, সব জায়গায় সময়ে পৌঁছোনো সম্ভব হত না। আমি পাঁচটা শিফ্টে কাজ করতাম। এ ভাবে কাজ করলে আমি কেন, কারও বাবার ক্ষমতা হবে না ঠিক সময়ে পৌঁছোনোর।’’ গোবিন্দ সরাসরি ক্ষোভ উগরে দিলেও একসঙ্গে অনুরোধ করেন, ইন্ডাস্ট্রির অন্দরে বিভাজন নয় বরং একজোট হয়ে কাজ করা উচিত।