Govinda-Sunita Divorce Rumours

গোবিন্দ-সুনীতার বিচ্ছেদের গুঞ্জন, ‘আমি আর…’, অবশেষে মুখ খুললেন মেয়ে টিনা আহুজা

গোবিন্দ ও সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদ গুঞ্জনে সরগরম বলিউড। স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুনীতা, এমন খবরও শোনা গিয়েছে। এ বার এই নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৬:০৩
Share:

গোবিন্দ ও সুনীতার বিচ্ছেদ প্রসঙ্গে কী বললেন কন্যা টিনা? ছবি: সংগৃহীত।

বলিউডে এখন জোর গুঞ্জন, শীঘ্রই নাকি বিয়ে ভাঙতে চলেছে গোবিন্দ ও সুনীতা আহুজার। এ বার এই নিয়ে মুখ খুললেন তাঁদের মেয়ে টিনা। এমন সুন্দর পরিবার তাঁর কাছে ‘আশীর্বাদ’, জল্পনা উড়িয়ে জানাচ্ছেন তারকা-কন্যা। টিনা বলেন, “এ সবই গুঞ্জন।”

Advertisement

মা-বাবার দাম্পত্য নিয়ে বার বার এমন গুঞ্জনে কী প্রতিক্রিয়া মেয়ের? টিনার কথায়, “আমি এ সব গুজবে কান দিই না আর।” টিনাকেই জিজ্ঞেস করা হয় তাঁর মা-বাবার প্রতিক্রিয়া সম্পর্কেও। তাঁর কথায়, “আমি আর কী বলব? বাবা তো এখন দেশেই নেই।” তিনি আরও বলেন, “আমার সৌভাগ্য যে, এত সুন্দর একটা পরিবার পেয়েছি আমি। সকলের ভালবাসা ও সহযোগিতা পেয়ে আমি কৃতজ্ঞ।”

চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই গোবিন্দর সংসার ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। গোবিন্দের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন সুনীতা, সম্প্রতি শোনা যায় সে কথাও। গত সপ্তাহে গোবিন্দের আইনজীবী জানিয়েছিলেন যে, সব কিছু ঠিক আছে। পুরনো খবর ফের রটছে বলে দাবি তাঁর। তিনি বলেন, “এই গণেশ চতুর্থীতে সকলকে একসঙ্গে দেখতে পাবেন।” ১৯৮৭ সালের মার্চে বিয়ে হয় গোবিন্দ ও সুনীতার। ১৯৮৮ সালে মেয়ে টিনার জন্মের পর তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। ১৯৯৭ সালে তাঁদের দ্বিতীয় সন্তান, যশোবর্ধনের জন্ম হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement