Govinda

বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে স্ত্রী সুনীতাকে কী কারণে ক্ষমা করলেন গোবিন্দ?

বিবাহবিচ্ছেদের জল্পনা চলাকালীন সে ভাবে প্রকাশ্যে আসেননি গোবিন্দ। তবে সম্প্রতি, করবা চৌথের অনুষ্ঠানে স্ত্রীকে বিশাল সোনার হার উপহার দিতে প্রকাশ্যে আসেন। জানান স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৪:৪৭
Share:

(বাঁ দিকে) গোবিন্দ (ডান দিকে) সুনীতা আহুজা। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেও শোনা যাচ্ছিল, গোবিন্দ ও সুনীতা আহুজার বিয়ে ভাঙতে চলেছে। স্বামীর বিরুদ্ধে নাকি গার্হস্থ্য হিংসার অভিযোগও এনেছিলেন অভিনেতা-পত্নী। যদিও পরে অবশ্য সে সবই অস্বীকার করেন তিনি। এমনকি বিবাহবিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়ে গোবিন্দ জানান, তাঁদের আলদা করার ক্ষমতা ঈশ্বরেরও নেই। এ বার স্ত্রীকে ‘শিশু’ আখ্যা দিয়ে ‘ক্ষমা’ করার কথা জানালেন অভিনেতা।

Advertisement

বিবাহবিচ্ছেদের জল্পনা চলাকালীন সে ভাবে প্রকাশ্যে আসেননি গোবিন্দ। তবে সম্প্রতি, করবা চৌথের অনুষ্ঠানে স্ত্রীকে বিশাল সোনার হার উপহার দিতে প্রকাশ্যে আসেন। কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠানে এসে স্ত্রী সুনীতা প্রসঙ্গে গোবিন্দ বলেন, ‘‘আমাদের বাড়িতে সবচেয়ে ছোট সুনীতা। আমার সন্তানরাই ওঁকে সামলায়। ওঁর মধ্যে ভীষণ রকম শিশুসুলভ আচরণ রয়েছে। যদিও নিজের দায়িত্ব-কর্তব্য সব ভাল ভাবেই পালন করতে জানেন। কিন্তু সুনীতা এমন অনেক কিছুই বলে দেন যার কোনও প্রয়োজন নেই। মনটা পরিষ্কার। আমি আগেও বহু বার ক্ষমা করেছি ওঁকে।’’

সাম্প্রতিক সময়ে সুনীতা একাধিক বার বলেছিলেন, ‘‘পুরুষদের ভরসা করা উচিত নয়। তারা কখন কী করে বসবে, বুঝতে পারবেন না।’’ কখনও আবার বলেছেন, ‘‘আমি গোবিন্দের তাঁবেদারি করি না, সত্যিটা বলি বলে সহ্য হয় না।’’ যদিও গণেশচতুর্থীর সময় থেকে ফের একসঙ্গে দেখা যায় তাঁদের। অবশেষে স্ত্রীকে করবা চৌথে প্রায় ৯০ ভরির গয়না উপহার দিতে হাসি মুখে ক্যামেরার সামনে ধরা দেন সুনীতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement